জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কী ব্যবহার করে? অধ্যায় : ৬ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৩০। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয় কী ব্যবহার করে? উত্তর : আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ করে ৩১। ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কী ব্যবহার করে? উত্তর : তেজস্ক্রিয় রশ্মি ৩২। পরমাণুতে কোন মৌলিক কণিকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে? উত্তর : ইলেকট্রন ৩৩। কক্ষপথগুলোকে কী বলা হয়? উত্তর : শক্তিস্তর ৩৪। আগের্নর ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ৮ ৩৫। সালফারের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ৬ ৩৬। সিলিকনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ৪ ৩৭। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ৫ ৩৮। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ১ ৩৯। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ২ ৪০। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২ ৪১। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ৩ ৪২। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮, ৭ ৪৩। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ১ ৪৪। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৭ ৪৫। বোরনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৩ ৪৬। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৬ ৪৭। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ২ ৪৮। নিয়নের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৮ ৪৯। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৫ ৫০। কাবের্নর ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২, ৪ ৫১। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর : ১৪ ৫২। মৌলিক পদাথের্র ধমর্ মূলত কীসের ওপর নিভর্র করে? উত্তর : পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর ৫৩। আয়ন কাকে বলে? উত্তর : আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। ৫৪। ক্যাটায়ন কাকে বলে? উত্তর : যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। ৫৫। অ্যানায়ন কাকে বলে? উত্তর : ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। ৫৬। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর : ৮টি ৫৭। একটি পরমাণুর প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর : ২টি