জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেনÑ বহুনিবার্চনি প্রশ্নোত্তর আবার আসিব ফিরে ৩১। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? ক. ধূসর পাÐুলিপি খ. রূপসী বাংলা গ. ঝরা পালক ঘ. বনলতা সঠিক উত্তর : খ. রূপসী বাংলা ৩২। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? ক. খুলনায় খ. ময়মনসিংহে গ. নোয়াখালীতে ঘ. বরিশালে সঠিক উত্তর : ঘ. বরিশালে ৩৩। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হয়ে কাতিের্কর নবান্নের দেশে ফিরতে চান? ক. ল²ীপেঁচা খ. বুনোহঁাস গ. শঙ্খচিল শালিক ঘ. ভোরের কাক সঠিক উত্তর : ঘ. ভোরের কাক ৩৪। ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে মানুষ ছাড়া কয়টি প্রাণীর উল্লেখ আছে? ক. চারটি খ. সাতটি গ. ছয়টি ঘ. পঁাচটি সঠিক উত্তর : খ. সাতটি ৩৫। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন দুটি গাছের উল্লেখ আছে? ক. কঁাঠাল, শিমুল খ. কঁাঠাল, জারুল গ. শিমুল, জলপাই ঘ. শিমুল, জাম সঠিক উত্তর : ক. কঁাঠাল, শিমুল