এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ই-লানির্ং সম্পকর্যুক্তÑ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৫৩. কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে? ক. ইন্টারনেটের ই-বুকে খ. স্মাটর্ ই-বুকে গ. মুদ্রিত ই-বুকে ঘ. শ্বেতপত্রে সঠিক উত্তর : খ. স্মাটর্ ই-বুকে ৫৪. কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়? ক. স্মাটর্ ই-বুকে খ. আইবুক রিডারে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে সঠিক উত্তর : ক. স্মাটর্ ই-বুকে ৫৫. কোন জাতীয় ই-বুক কেবল সুনিদির্ষ্ট হাডর্ওয়্যারের ভিত্তিতে চলে? ক. স্মাটর্ ই-বুক খ. ডিজিটাল ই-বুক গ. মুদ্রিত ই-বুক ঘ. ইলেকট্রনিক ই-বুক সঠিক উত্তর : ক. স্মাটর্ ই-বুক ৫৬. ওপেন কম্পিউটাসের্র তৈরি আইবুক কোন কম্পিউটারে ভালোভাবে পড়া যায়? ক. ম্যাকে খ. আইবুকে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে সঠিক উত্তর : ক. ম্যাকে ৫৭. ডাউনলোডকৃত ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক. ওয়েবসাইট খ. ল্যান্ডফোন গ. কম্পিউটার ঘ. টেলিভিশন সঠিক উত্তর : গ. কম্পিউটার ৫৮. ই-বুকের অ্যাপস কী আকারে প্রকাশিত হয়? ক. পিডিএফ আকারে খ. ওয়েবসাইট আকারে গ. অ্যাপস আকারে ঘ. ডাউনলোড আকারে সঠিক উত্তর : গ. অ্যাপস আকারে নিচের অনুচ্ছেদটি পড় এবং দুটি প্রশ্নের উত্তর দাও। প্রমা বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন প্রমা দেখল, তার বান্ধবী বিনীতাও বই পড়ছে। কিন্তু সে পড়ছে একটি যন্ত্র ব্যবহার করে। প্রমার বান্ধবী যে বই পড়ছে, সেই বইকে বলা হয় ই-বুক। ৫৯. প্রমার বান্ধবীর ব্যবহৃত যন্ত্রটির নাম কী? ক. টেলিফোন খ. স্ট্রিমিং গ. রিডার ঘ. ওয়েবসাইট সঠিক উত্তর : গ. রিডার ৬০. বিনীতা যে বইটি পড়ছিল তা- র. অডিও ফাইল আকারে প্রকাশিত হতে পারে রর. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হতে পারে ররর. অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর ৬১. ই-লানির্ং কোনটির সঙ্গে সম্পকর্যুক্ত? ক. মোবাইল ফোন খ. অ্যাপস গ. ইন্টারনেট ঘ. ই-পাব সঠিক উত্তর : গ. ইন্টারনেট