এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

বধির্ত পরিবারÑ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়Ñ৭ ১. বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স কমপক্ষেÑ ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২১ বছর ঘ. ২২ বছর সঠিক উত্তর : গ. ২১ বছর ২. বাংলাদেশে বিবাহ হলোÑ র. সামাজিক বিষয় রর. আইনগত বিষয় ররর. ধমীর্য় বিষয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। মা-বাবার ইচ্ছায় সালমান তার চাচাতো বোনকে বিয়ে করেছে। ৩. সালমানের বিবাহের ধরন হলোÑ ক. প্যারালাল কাজিন বিবাহ খ. ক্রস কাজিন বিবাহ গ. চাচাতো বোন বিবাহ ঘ. সরোগেট বিবাহ সঠিক উত্তর : ক. প্যারালাল কাজিন বিবাহ ৪. এ ধরনের বিবাহের মূলে থাকেÑ র. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা রর. আত্মীয়তার সম্পকর্ বজায় রাখা ররর. সন্তানদের নিজেদের মধ্যে রাখা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও ররর ৫. সামাদ সাহেব পরিবারে তার ছেলে ও নাতি-নাতনি নিয়ে বসবাস করেন। তার পরিবার হলোÑ ক. অণু পরিবার খ. যৌথ পরিবার গ. বধির্ত পরিবার ঘ. কোনোটি নয় সঠিক উত্তর : গ. বধির্ত পরিবার ৬. বাংলাদেশের শহরে গ্রামের তুলনায় নারী-পুরুষের মযার্দাÑ ক. ভিন্ন খ. কম গ. সমান ঘ. বৈচিত্র্যময় সঠিক উত্তর : গ. সমান ৭. আপন ভাই, চাচাতো ও মামাতো ভাইÑ সবাইকে একত্রে ভাই বলে ডাকা কোনো জ্ঞাতি সম্পকর্? ক. কাল্পনিক খ. বণর্নামূলক গ. প্রথাগত ঘ. শ্রেণিমূলক সঠিক উত্তর : ঘ. শ্রেণিমূলক ৮. বাংলাদেশে আধুনিক উপাদানের প্রভাবে হচ্ছে? র. দেরিতে বিয়ের প্রবণতা বৃদ্ধি রর. সঙ্গী নিবার্চনে স্বাধীনতা ররর. বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৯. ক্ষমতার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি? ক. অণু পরিবার খ. পিতৃবাস পরিবার গ. মাতৃপ্রধান পরিবার ঘ. বধির্ত পরিবার সঠিক উত্তর : গ. মাতৃপ্রধান পরিবার ১০. পারিবারিক সম্পকের্ প্রাধান্য থাকেÑ ক. যুক্তি খ. মূল্যবোধ গ. বাস্তবতা ঘ. আবেগ সঠিক উত্তর : ঘ. আবেগ ১১. বাংলাদেশে মূলত কোন জ্ঞাতির প্রাধান্য বেশি? ক. জৈবিক খ. বৈবাহিক গ. প্রথাগত ঘ. কাল্পনিক সঠিক উত্তর : ক. জৈবিক ১২. শহরের পরিবারগুলো হলোÑ ক. ঐতিহ্যবাহী খ. অতিথিপরায়ণ গ. জ্ঞাতিভিত্তিক ঘ. সংস্কারমুক্ত সঠিক উত্তর : ঘ. সংস্কারমুক্ত ১৩. বাংলাদেশে কোন পরিবার বৃদ্ধি পাচ্ছে? ক. পিতৃপ্রধান পরিবার খ. পিতৃবাস পরিবার গ. মাতৃবাস পরিবার ঘ. নয়াবাস পরিবার। সঠিক উত্তর : ঘ. নয়াবাস পরিবার। অধ্যায়-৮ ১। ইয়ান ক্লাকর্ বিশ্বায়নের কয়টি উপাদানের কথা বলেছেন? ক ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি সঠিক উত্তর : ১. গ ২। বাংলাদেশে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূণর্ ভূমিকা রাখছেÑ ক. বিশ্বায়ন খ. শিল্পায়ন গ. গণমাধ্যম ঘ. ক্ষমতায়ন সঠিক উত্তর : গ. গণমাধ্যম ৩। কে প্রথম বিশ্বায়ন সম্পকের্ ধারণা দেন? ক. অ্যান্থনি গিডেন্স খ. রোমাল্ড রবাটর্সন গ. জন ক্যালভিন ঘ. জে ওয়াটসন সঠিক উত্তর : খ. রোমাল্ড রবাটর্সন ৪। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে কী ধরনের পরিবতর্ন সূচিত হয়েছে? ক. পেশার পরিবতর্ন খ. উৎপাদন বৃদ্ধি গ. খরচ বৃদ্ধি ঘ ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি সঠিক উত্তর : খ. উৎপাদন বৃদ্ধি ৫। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবতর্ন এনেছেÑ ক. ইন্টারনেট খ. এফএম রেডিও গ. টেলিফোন ঘ. ফ্যাক্স সঠিক উত্তর : ক. ইন্টারনেট