৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা

গণিত

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ দুটি সংখ্যার যোগফল ৪৫০। এদের অনুপাত ৮: ৭। উক্ত তথ্যের ভিত্তিতে ১১ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ১১। সংখ্যা দুটির পাথর্ক্য কত? ক. ৩০ খ. ২৪ গ. ২১ ঘ. ১২ সঠিক উত্তর: ক. ৩০ নিচের তথ্যের আলোকে ১২ থেকে ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ৩০ টাকা ইমু, হিমু ও মুমুর মধ্যে ৫: ৩: ২ অনুপাতে ভাগ করে দেয়া হলো। ১২। অনুপাতের রাশিগুলোর যোগফল কত? ক. ৫ খ. ৮ গ. ১০ ঘ. ৩০ সঠিক উত্তর: গ. ১০ ১৩। মুমু কত টাকা পেল? ক. ৩ খ. ৬ গ. ৯ ঘ. ১৫ সঠিক উত্তর: খ. ৬ ১৪। ইমু থেকে হিমু কত টাকা কম পেল? ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ সঠিক উত্তর: ঘ. ৬ ১৫। শতকরা প্রকাশের ব্যবহৃত চিহ্ন কোনটি? ক. = খ. + গ. % ঘ. ! সঠিক উত্তর: গ. % ১৬। ১০ লিটার শরবতে সিরাপের পরিমাণ ১ লিটার হলে শরবতে পানি ও সিরাপের অনুপাত কত? ক. ৪: ৬ খ. ৯: ১ গ. ৬: ৪ ঘ. ১: ৯ সঠিক উত্তর: খ. ৯: ১ ১৭। ক্রয়মূল্য: বিক্রয়মূল্য = ৪: ৫ হলে এতে শতকরা কত টাকা লাভ হবে? ক. ৩০ খ. ২৫ গ. ২০ ঘ. ১০ সঠিক উত্তর: খ. ২৫