শাবিপ্রবির প্রথম বষের্ নবীনবরণ ১৬ ও ১৭ জানুয়ারি

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
আগামী ১৬ ও ১৭ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ স্নাতক প্রথম বষর্ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হবে। ভতির্ পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, স্নাতক প্রথম বষর্ প্রথম সেমিস্টারের ২০১৮-১৯ শিক্ষাবষের্ ভতির্ হওয়া শিক্ষাথীের্দর নবীনবরণ আগামী ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের এবং ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিটের আলাদাভাবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নবীবরণ অনুষ্ঠানের প্রথমদিন প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও দ্বিতীয়দিন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকবেন। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে শিক্ষাথীের্দর নতুন বছরের সিলেবাস, পরিচয়পত্র, ক্লাস রুটিনসহ ফুল দিয়ে বরণ করে নেয়া হবে। শিক্ষাথীের্দর নিজ নিজ বিভাগের ওরিয়েন্টেশন ও ক্লাসের তারিখ জানিয়ে দেয়া হবে।