ঢাকা মেডিকেলে নবীনবরণ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ঢাকা মেডিকেল কলেজে নতুন ভতির্ হওয়া ছাত্রছাত্রীদের বরণ করে নিল ঢাকা মেডিকেল কলেজ কতৃর্পক্ষ। ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। শুরুতে নতুন ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ। নতুন ছাত্রছাত্রীদের অবিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের জন্য ডরমেটরির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকির, সাধারণ সম্পাদক ডা. দেবেশ চন্দ্র তালুকদারসহ আরও অনেকে।