বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

বাংলা

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
২২. ‘শশী, কুসুম’ কোন উপন্যাসের চরিত্র? (ক) পুতুল নাচের ইতিকথা (খ) পদ্মানদীর মাঝি (গ) দিবারাত্রির কাব্য (ঘ) জননী উত্তর : (ক) পুতুল নাচের ইতিকথা ২৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ এর প্রকাশকাল কবে? (ক) ১৯৩২ সালে (খ) ১৯৩৬ সালে (গ) ১৯৪০ সালে (ঘ) ১৯৪৪ সালে উত্তর : (খ) ১৯৩৬ সালে ২৪. ‘অতসী মামী’ গ্রন্থটির রচয়িতা কে? (ক) সৈয়দ ওয়ালীউল্লাহ (খ) জহির রায়হান (গ) শহীদুল্লাহ কায়সার (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায় উত্তর : (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায় ২৫. কোন গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত? (ক) তন্বী (খ) হনুমানের স্বপ্ন (গ) জলসা ঘর (ঘ) প্রাগৈতিহাসিক উত্তর : (ঘ) প্রাগৈতিহাসিক ২৬. ‘অবাধ্য বঁাশের কঞ্চির মতো কপিলা’ -উক্তিটি কোন উপন্যাস থেকে নেয়া হয়েছে? (ক) আরণ্যক (খ) দিবারাত্রির কাব্য (গ) পদ্মানদীর মাঝি (ঘ) পুতুল নাচের ইতিকথা উত্তর : (গ) পদ্মানদীর মাঝি ২৭.‘কুবের ও ধনঞ্জয়’ কোন উপন্যাসের চরিত্র? (ক) পদ্মানদীর মাঝি (খ) পোকামাকড়ের ঘরবসতি (গ) হাঙর নদী গ্রেনেড (ঘ) হঁাসুলি বঁাকের উপকথা উত্তর : (ক) পদ্মানদীর মাঝি ২৮. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? (ক) ত্রিশ দশকের (খ) পঞ্চাশ দশকের (গ) ষাট দশকের (ঘ) চল্লিশ দশকের উত্তর : (ক) ত্রিশ দশকের ২৯. বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? (ক) প্রগতি (খ) কবিতা (গ) সাহিত্য (ঘ) ক ও খ উভয়ই উত্তর : (ঘ) ক ও খ উভয়ই ৩০. ‘দ্রৌপদীড় শাড়ী’ কাব্যটির রচয়িতা কে? (ক) ফররুখ আহমদ (খ) গোলাম মোস্তাফা (গ) বিষ্ণু দে (ঘ) বুদ্ধদেব বসু উত্তর : (ঘ) বুদ্ধদেব বসু ৩১. বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? (ক) মমর্বাণী (খ) কঙ্কাবতী (গ) বন্দীর বন্দনা (ঘ) দ্রৌপদী শাড়ি উত্তর : (ক) মমর্বাণী ৩২. ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটির রচয়িতা কে? (ক) শাহাদাৎ হোসেন (খ) ইবরাহীম খঁা (গ) বুদ্ধদেব বসু (ঘ) মুনীর চৌধুরী উত্তর : (গ) বুদ্ধদেব বসু