নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়

ষষ্ঠ অধ্যায় ৭৬. কেন্দ্রের প্রতিনিধি হিসেবে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন কে? (ক) বিভাগীয় কমিশনার (খ) উপ-পরিচালক (গ) পরিচালক (ঘ) মেয়র সঠিক উত্তর : (ক) বিভাগীয় কমিশনার ৭৭. যুগ্ম সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব এবং সহকারী সচিব এ চারজনের মধ্যে কার পদমর্যাদা বেশি? (ক) যুগ্ম সচিব (খ) উপসচিব (গ) অতিরিক্ত সচিব (ঘ) সহকারী সচিব সঠিক উত্তর : (গ) অতিরিক্ত সচিব ৭৮. মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? (ক) সচিব (খ) সহকারী সচিব (গ) মহাপরিচালক (ঘ) বিভাগীয় কমিশনার \হসঠিক উত্তর : (ক) সচিব ৭৯. জাতীয় সংসদের সংরক্ষিত নারীর আসন বৃদ্ধির ফলে কোনটি ঘটবে? (ক) নারীর রাষ্ট্রীয় মর্যাদা বাড়বে (খ) নারীর অধিকার বৃদ্ধি পাবে (গ) নারীর পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাবে (ঘ) নারীর অধিকার প্রতিষ্ঠিত ও ক্ষমতা প্রয়োগ নিশ্চিত হবে সঠিক উত্তর : (ঘ) নারীর অধিকার প্রতিষ্ঠিত ও ক্ষমতা প্রয়োগ নিশ্চিত হবে ৮০. উপজেলা উন্নয়ন কমিটির প্রধান কে? (ক) উপজেলা চেয়ারম্যান (খ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (গ) উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ঘ) উপজেলা প্রকল্প কর্মকর্তা সঠিক উত্তর : (খ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮১. ভূমি উন্নয়ন জেলা প্রশাসকের কোন ধরনের কাজ? (ক) রাজস্ব সংক্রান্ত (খ) প্রশাসনিক (গ) উন্নয়নমূলক (ঘ) শাসন সংক্রান্ত সঠিক উত্তর : (ক) রাজস্ব সংক্রান্ত ৮২. উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? (ক) পুলিশ সুপার (খ) জেলা প্রশাসক (গ) সহকারী জেলা প্রশাসক (ঘ) জেলা পরিষদ চেয়ারম্যান সঠিক উত্তর : (খ) জেলা প্রশাসক ৮৩. দেশের সব প্রশাসনিক সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়? (ক) সচিবালয়ে (খ) সংসদে (গ) মন্ত্রণালয়ে (ঘ) অধিদপ্তরে সঠিক উত্তর : (ক) সচিবালয়ে ৮৪. মন্ত্রীর প্রধান কাজ কোনটি? (ক) পরিকল্পনা সংক্রান্ত কাজ (খ) বিচার সংক্রান্ত কাজ (গ) প্রকল্প প্রণয়ন ও নীতি-নির্ধারণ সংক্রান্ত কাজ (ঘ) স্থানীয় শাসনসংক্রান্ত কাজ সঠিক উত্তর : (গ) প্রকল্প প্রণয়ন ও নীতি-নির্ধারণ সংক্রান্ত কাজ ৮৫. বাংলাদেশে বিভাগীয় কমিশনার কয়জন? (ক) ১০ জন (খ) ৮ জন (গ) ৭ জন (ঘ) ৬ জন সঠিক উত্তর : (খ) ৮ জন ৮৬. জেলার সংবাদপত্র এবং প্রকাশনা বিভাগ নিয়ন্ত্রণ করেন কে? (ক) বিভাগীয় কমিশনার (খ) পুলিশ সুপার (গ) জেলা প্রশাসক (ঘ) জেলা তথ্য কর্মকর্তা সঠিক উত্তর : (গ) জেলা প্রশাসক ৮৭. জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক কে? (ক) জেলা প্রশাসক (খ) জেলা হিসাব রক্ষক কর্মকর্তা (গ) সহকারী জেলা প্রশাসক (ঘ) জেলা জজ সঠিক উত্তর : (ক) জেলা প্রশাসক ৮৮. চুক্তি সম্পাদন, কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য পরিচালনার দায়িত্ব- (ক) প্রধানমন্ত্রীর (খ) মন্ত্রিপরিষদের (গ) আইনসভার (ঘ) স্থানীয় প্রশাসনের সঠিক উত্তর : (খ) মন্ত্রিপরিষদের ৮৯. রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি কে? (ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) স্বরাষ্ট্রমন্ত্রী (ঘ) স্পিকার সঠিক উত্তর : (ক) প্রধানমন্ত্রী ৯০. দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কার? (ক) সরকারের (খ) সচিবের (গ) আইনসভার (ঘ) মন্ত্রিসভার সঠিক উত্তর : (ঘ) মন্ত্রিসভার ৯১. মন্ত্রিসভার সদস্যরা একক এবং যৌথভাবে কার নিকট দায়ী থেকে দায়িত্ব পালন করেন? (ক) জাতীয় সংসদের (খ) রাষ্ট্রপতির (গ) স্পিকারের (ঘ) প্রধান বিচারপতির সঠিক উত্তর : (ক) জাতীয় সংসদের ৯২. কার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না? (ক) রাষ্ট্রপতির (খ) প্রধানমন্ত্রীর (গ) জাতীয় সংসদের (ঘ) অর্থমন্ত্রীর সঠিক উত্তর : (খ) প্রধানমন্ত্রীর ৯৩. রাষ্ট্রপতি নির্বাচিত হন- (ক) গণভোটে (খ) জনমতের ভিত্তিতে (গ) সংসদ সদস্যদের ভোটে (ঘ) মন্ত্রীদের ভোটে সঠিক উত্তর : (গ) সংসদ সদস্যদের ভোটে ৯৪. দেশের শাসককার্য পরিচালনায় যারা অংশগ্রহণ করে তাদের বলে- (ক) মন্ত্রী (খ) প্রশাসন (গ) সংসদ সদস্য (ঘ) সরকার সঠিক উত্তর : (ঘ) সরকার ৯৫. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে মূলত নিচের কোনটি গঠিত হয়? (ক) শাসন বিভাগ (খ) আইন বিভাগ (গ) বিচার বিভাগ (ঘ) সরকার সঠিক উত্তর : (ক) শাসন বিভাগ ৯৬. কোন মন্ত্রণালয়ে সচিব অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করেন কে? (ক) যুগ্ম সচিব (খ) উপসচিব (গ) অতিরিক্ত সচিব (ঘ) সহকারী সচিব সঠিক উত্তর : (গ) অতিরিক্ত সচিব ৯৭. বিভাগীয় কমিশনার তার কাজের জন্য কার কাছে দায়ী থাকেন? (ক) কেন্দ্রীয় প্রশাসনের নিকট (খ) সংসদের নিকট (গ) জেলা প্রশাসকের নিকট (ঘ) পুলিশের নিকট সঠিক উত্তর : (ক) কেন্দ্রীয় প্রশাসনের নিকট ৯৮. জেলার বিভিন্ন জিনিসের লাইসেন্স দেন কে? (ক) সাংসদ (খ) জেলা প্রশাসক (গ) পুলিশ সুপার (ঘ) মন্ত্রী সঠিক উত্তর : (খ) জেলা প্রশাসক ৯৯. জেলা প্রশাসক জেলার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে কাকে অবহিত করেন? (ক) রাষ্ট্রপতিকে (খ) প্রধানমন্ত্রীকে (গ) স্পিকারকে (ঘ) সরকার সঠিক উত্তর : (ঘ) সরকার ১০০. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান করেন কে? (ক) পুলিশ সুপার (খ) জেলা প্রশাসক (গ) সহকারী জেলা প্রশাসক (ঘ) জেলা পরিষদ চেয়ারম্যান সঠিক উত্তর : (খ) জেলা প্রশাসক হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়