নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়

ষষ্ঠ অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৬ ও ১১৭নং প্রশ্নের উত্তর দাও : যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে। ১১৬. বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? (ক) সমাজতান্ত্রিক (খ) একনায়কতান্ত্রিক (গ) যুক্তরাষ্ট্রীয় (ঘ) সংসদীয় সঠিক উত্তর : (ঘ) সংসদীয় ১১৭. উক্ত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো- (র) বিরোধী দল অবিচ্ছেদ্য অংশ (রর) জনগণ রাজনৈতিকভাবে সচেতন (ররর) প্রধানমন্ত্রী সংসদ নেতা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১১৮. সংসদের নেতা কে? (ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) স্পিকার (ঘ) সংসদ সদস্যরা সঠিক উত্তর : (খ) প্রধানমন্ত্রী ১১৯. বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা- (র) বাংলাদেশের নাগরিক হতে হবে (রর) বয়স কমপক্ষে ৩০ হতে হবে (ররর) জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ১২০-১২২নং প্রশ্নের উত্তর দাও : 'ক' ব্যক্তি 'খ' রাষ্ট্রের প্রধান। তার নামে রাষ্ট্রের সব শাসন সংক্রান্ত কাজ পরিচালিত হয়। তিনি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দান করেন। ১২০. অনুচ্ছেদ অনুযায়ী 'ক' ব্যক্তি 'খ' রাষ্ট্রের কোন পদে আসীন? (ক) রাষ্ট্রপতি (খ) স্পিকার (গ) জনপ্রশাসনমন্ত্রী (ঘ) প্রধানমন্ত্রী সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি ১২১. 'ক' ব্যক্তি সরকারের যে সব শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দেন- (র) মহাহিসাব রক্ষক (রর) রাষ্ট্রদূত (ররর) স্পিকার \হনিচের কোনটি সঠিক? \হ(ক) র ও রর (খ) রর ও ররর (গ)র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১২২. অনুচ্ছেদে উলিস্নখিত 'ক' ব্যক্তি আরও যেসব কাজ করেন- (র) বিদেশি কূটনীতিকদের নিয়োগপত্র গ্রহণ (রর) মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন (ররর) জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ১২৩. প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি যে কাজটি করেন- \হ(র) প্রধানমন্ত্রী নিয়োগ (রর) প্রধান বিচারপতি নিয়োগ (ররর) স্পিকার নিয়োগ \হনিচের কোনটি সঠিক? \হ(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১২৪. প্রধানমন্ত্রী সম্পর্কে যেসব তথ্য সঠিক- (র) বিচার বিভাগের প্রধান (রর) সংসদের নেতা (ররর) সরকারপ্রধান নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর নিচের টেবিলটি পড়ে ১২৫-১২৭ নং প্রশ্নের উত্তর দাও : ১২৫. ছকে '?' স্থানে কোনটি বসবে? (ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) স্পিকার (ঘ) গভর্নর সঠিক উত্তর : (খ) প্রধানমন্ত্রী ১২৬. ছকে '?' চিহ্নিত স্থানে ব্যক্তিকে মন্ত্রিপরিষদের প্রধান বলার কারণ- (র) তাকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ গঠিত হয় (রর) তাকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ বিলুপ্ত হয় (ররর) তাকে কেন্দ্র করে বিচার বিভাগের কাজ পরিচালিত হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১২৭. ছকে '?' চিহ্নিত স্থানে ব্যক্তি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন- (র) জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে (রর) জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করতে (ররর) প্রধান বিচারপতি নিয়োগে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১২৮. কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়িত হয়- (র) বিভাগীয় প্রশাসনের মাধ্যমে (রর) জেলা প্রশাসনের মাধ্যমে (ররর) উপজেলা প্রশাসনের মাধ্যমে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১২৯. প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ভুল করেন- (র) আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে (রর) আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে (ররর) আন্তর্জাতিক কূটনৈতিক কর্মকান্ড পরিচালনা করে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১৩০. নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম- (র) জনগণের ন্যায়-বিচার প্রতিষ্ঠায় (রর) অপরাধীর শাস্তি বিধানে (ররর) দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করতে \হনিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়