শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

ষষ্ঠ অধ্যায়

১৩১. বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয়-

(র) সুপ্রিম কোর্ট নিয়ে

(রর) অধস্তন আদালত নিয়ে

(ররর) প্রশাসনিক ট্রাইবু্যনাল নিয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

\হ

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩২ ও ১৩৩নং প্রশ্নের উত্তর দাও :

ফিরোজ বিশ্ববিদ্যালয়ের সরকারদলীয় ছাত্র নেতা। প্রধানমন্ত্রী বৈদেশিক সফর শেষে দেশে ফিরলেই ফুলের তোড়া দিয়ে সে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। আদর্শিক অবস্থান থেকে প্রধানমন্ত্রীর প্রতি তার শ্রদ্ধা অফুরন্ত।

১৩২. ফিরোজ যাকে ফুল দিয়ে বরণ করে তিনি বিদেশে কীসের প্রতিনিধিত্ব করেন?

(ক) রাষ্ট্রের (খ) নিজ দলের

(গ) আপন ভাষার (ঘ) অর্থনৈতিক সংস্থার

সঠিক উত্তর : (ক) রাষ্ট্রের

১৩৩. ফিরোজ যার প্রতি শ্রদ্ধা অনুভব করে কারণ, তিনি-

(র) দলীয় প্রধান

(রর) সরকার প্রধান

(ররর) জাতীয় নেতা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৩৪. জাতীয় সংসদের সদস্যদের বলা হয়-

(র) কমিশনার

(রর) পার্লামেন্ট মেম্বার

(ররর) সাংসদ

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

১৩৫. জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন-

(র) প্রধানমন্ত্রী

(রর) রাষ্ট্রপতি

(ররর) মন্ত্রিসভা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

১৩৬. সুপ্রিম কোর্ট নিশ্চিত করে থাকে-

(র) মৌলিক অধিকার

(রর) ন্যায়-বিচার

(ররর) ক্ষমতার বণ্টন

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

১৩৭. বিচার বিভাগ অক্ষুণ্ন রাখে-

(র) ক্ষমতার বণ্টন

(রর) আইনের শাসন

(ররর) নাগরিকের মৌলিক অধিকার

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৮-১৪০নং প্রশ্নের উত্তর দাও :

পুষ্পিতা তার বাবার সাথে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় রাস্তায় একটি জাতীয় পতাকাবাহী গাড়ি এবং এর পিছনে পুলিশ প্রটোকল দেখে বাবাকে প্রশ্ন করে, এ গাড়িটি কে ব্যবহার করেন? উত্তরে বাবা বলেন, এ গাড়িতে শাসন বিভাগের ক্ষমতাধর ব্যক্তিরা চড়েন। সরকার পরিচালনার জন্য তাদের একটি পরিষদ রয়েছে; যার নেতা প্রধানমন্ত্রী।

১৩৮. অনুচ্ছেদে পুষ্পিতার দেখা গাড়িটি কে ব্যবহার করেন?

(ক) সংসদ সদস্য (খ) গণপরিষদের সদস্য

(গ) মন্ত্রিপরিষদের সদস্য (ঘ) স্থায়ী কমিটির সদস্য

সঠিক উত্তর : (গ) মন্ত্রিপরিষদের সদস্য

১৩৯. উক্ত পরিষদের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করে থাকেন-

(র) বৈদেশিক নীতি নির্ধারণ

(রর) জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষার

(ররর) সংসদ পরিচালনা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

১৪০. প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে উক্ত পরিষদের-

(র) স্থায়িত্ব

(রর) জবাবদিহিতা

(ররর) কর্মবণ্টন ও রদবদল

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪১ ও ১৪২নং প্রশ্নের উত্তর দাও :

রোকনুজ্জামান একটি জেলার জেলা প্রশাসক। তিনি নিজ দায়িত্ববোধ দ্বারা জেলার সার্বিক উন্নয়ন করে থাকেন। তাকে জেলার মধ্যমণিও বলা হয়।

১৪১. রোকনুজ্জামান কীভাবে উক্ত জেলার উন্নতি ঘটিয়ে থাকেন?

(ক) শান্তি-শৃঙ্খলা রক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে

(খ) পুলিশি সহায়তায় আইন-শৃঙ্খলা ঠিক রেখে

(গ) পৌরসভা ও ইউনিয়ন পরিষদে কার্যসূচি পর্যবেক্ষণ করে

(ঘ) শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে

সঠিক উত্তর : (ঘ) শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে

১৪২. রোকনুজ্জামানের মুখ্য দায়িত্বের মধ্যে বিবেচনা করা হয় না যে ইসু্যকে-

(র) স্থানীয় প্রশাসনের তহবিল সংগ্রহ

(রর) সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন

(ররর) কোষাগার রক্ষাকরণ

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ)র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে