জানার আছে অনেক কিছু
বিষয় : সাম্প্রতিক বিষয়
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
প্রশ্ন : ২ জুলাই ২০২১ কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (অওওই) ৮৭তম সদস্যপদ লাভ করে?
উত্তর : চিলি
প্রশ্ন :প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে?
উত্তর :১ জুলাই ২০২১
প্রশ্ন :৭ জুলাই ২০২১ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান?
উত্তর : হাইতি
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি?
উত্তর : বরিশাল
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা-
উত্তর : পিরোজপুর
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭২.৮ বছর
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত?
উত্তর : ১৬.৯১ কোটি
প্রশ্ন : 'আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১' জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর : ১৪ জুন ২০২১
প্রশ্ন : ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার' প্রতিষ্ঠিত হচ্ছে?
উত্তর : দিলিস্ন বিশ্ববিদ্যালয়
প্রশ্ন : মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ঘধঃরড়হধষ ঊয়ঁরঢ়সবহঃ ওফবহঃরঃু জবমরংঃবৎ (ঘঊওজ) কার্যক্রম চালু করা হয় কবে?
উত্তর : ১ জুলাই ২০২১
প্রশ্ন :বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : মুহম্মদ নূরুল হুদা
প্রশ্ন : বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩৭ %
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
উত্তর : ১১৪০ জন
প্রশ্ন : জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হার কত?
উত্তর : ৭৫.২%