নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
ষষ্ঠ অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৩ ও ১৪৪নং প্রশ্নের উত্তর দাও : চিঠি একজন জেলা বিচারক। তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করেছেন। ১৪৩. চিঠিকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন কে? (ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) আইনমন্ত্রী (ঘ) অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি ১৪৪. চিঠির সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা প্রমাণ করে- (র) তিনি বাংলাদেশের নাগরিক (রর) তিনি দশ বছর ধরে জেলা বিচারকের পদে অধিষ্ঠিত (ররর) সুপ্রিম কোর্টে বিশ বছর আইনজীবী ছিলেন নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ)র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর নিচের ছক থেকে ১৪৫ ও ১৪৬নং প্রশ্নের উত্তর দাও : ১৪৫. ছকের 'ক' স্থানে কী বসবে? (ক) আপিল বিভাগ (খ) জজ আদালত (গ) দেওয়ানি আদালত (ঘ) ম্যাজিস্ট্রেট আদালত সঠিক উত্তর : (ক) আপিল বিভাগ ১৪৬. 'ক' স্থানে উলিস্নখিত বিভাগটি যে বিষয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা গ্রহণ করতে পারে- (র) হাইকোর্ট বিভাগের রায় (রর) হাইকোর্ট বিভাগের ডিক্রি বা দন্ডাদেশ (ররর) অধস্তন আদালতের রায় নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ১৪৭. জেলা প্রশাসক যেসব স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান করেন তা হলো- (র) উপজেলা (রর) পৌরসভা (ররর) ইউনিয়ন পরিষদ নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৪৮. মন্ত্রণালয়ের অফিস ও দপ্তর বিস্তৃত থাকে- (র) বিভাগে (রর) জেলায় (ররর) উপজেলায় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৪৯. জাতীয় সংসদ শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে- (র) সংসদে অনাস্থা প্রস্তাব দ্বারা (রর) সংসদে নিন্দা প্রস্তাব দ্বারা (ররর) সংসদে মুলতবি প্রস্তাব দ্বারা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৫০. সুপ্রিম কোর্টের বিভাগ হলো- (র) আপিল বিভাগ (রর) হাইকোর্ট বিভাগ (ররর) আইন বিভাগ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর সপ্তম অধ্যায় ১. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য কোনটি? (ক) রাজনৈতিক দল (খ) সরকার (গ) প্রশাসন (ঘ) রাজনৈতিক শিক্ষা সঠিক উত্তর : (ক) রাজনৈতিক দল ২. গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয় কোনটি ছাড়া? (ক) প্রশাসন (খ) প্রাতিষ্ঠানিক আয়োজন (গ) রাজনৈতিক দল (ঘ) মৌলিক শিক্ষা সঠিক উত্তর : (গ) রাজনৈতিক দল ৩. কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? (ক) সৌদি আরব (খ) যুক্তরাজ্য (গ) লিবিয়া (ঘ) রাশিয়া সঠিক উত্তর : (ক) সৌদি আরব ৪. কত সাল পর্যন্ত উগান্ডায় রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? (ক) ২০১১ সাল (খ) ২০০৯ সাল (গ) ২০০৭ সাল (ঘ) ২০০৫ সাল সঠিক উত্তর : (ঘ) ২০০৫ সাল ৫. কোন সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? (ক) ১৯৫৭ সালে (খ) ১৯৫৫ সালে (গ) ১৯৫৩ সালে (ঘ) ১৯৫৪ সালে সঠিক উত্তর : (খ) ১৯৫৫ সালে ৬. কোন দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়? (ক) কমিউনিস্ট পার্টি (খ) জাসদ (গ) আওয়ামী লীগ (ঘ) ন্যাপ সঠিক উত্তর : (গ) আওয়ামী লীগ ৭. কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? (ক) ১৯৪৯ সালের ২৩ জুন (খ) ১৯৪৯ সালের ২৩ মে (গ) ১৯৪৮ সালের ২৩ জুন (ঘ) ১৯৪৯ সালের ১৭ এপ্রিল সঠিক উত্তর : (ক) ১৯৪৯ সালের ২৩ জুন হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়