বশেমুরকৃবি'র ১০৮ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববদ্যালয়ের (বশেমুরকৃবি) ১০৮ জন শিক্ষক এডি সায়েন্টিফিক ইনডেক্সর্ যাংঙ্কিং-২০২৩ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। বশেমুরকৃবি জনসংযোগ শাখার উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া ৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২৩ সালের একটির্ যাংঙ্কিং প্রকাশ করেছে। সেখানে দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পায়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন শিক্ষক তালিকাভুক্ত হয়েছে। ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববদ্যালয়ের ৪১ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছিল।