এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ইন্টারনেট-সংযোগ পেতে ব্যবহার করা হয়Ñ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৬২. ই-লানির্ংয়ের পূণর্রূপ হচ্ছেÑ ক. ইলেকট্রনিকস লানির্ং খ. ইলেকট্রনিক লানির্ং গ. ইন্টারনেট লানির্ং ঘ. ইলেকট্রো লানির্ং সঠিক উত্তর : খ. ইলেকট্রনিক লানির্ং ৬৩. ব্যক্তিগত নেটওয়াকর্ ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়? ক. ই-পাব খ. ইন্টারনেট গ. কম্পিউটার ঘ. ই-লানির্ং সঠিক উত্তর : ঘ. ই-লানির্ং ৬৪. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়? ক. ওপেন খ. পিডিএফ গ. ডাউনলোড ঘ. ফ্রিল্যান্স সঠিক উত্তর : গ. ডাউনলোড ৬৫. কোথায় বিনা মূল্যে বই পাওয়া যায়? ক. দোকানে খ. লাইব্রেরিতে গ. ইন্টারনেটে ঘ. স্কুলে সঠিক উত্তর : গ. ইন্টারনেটে ৬৬. কোনটি নেটওয়াকের্র নেটওয়াকর্? ক. ইন্টারনেট খ. ই-পাব গ. ল্যান ঘ. আরপানেট সঠিক উত্তর : ক. ইন্টারনেট ৬৭. ইন্টারনেট-সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক. রাউটার খ. মডেম গ. আইবুক ঘ. কম্পিউটার সঠিক উত্তর : খ. মডেম ৬৮. কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত? ক. প্রকাশকের খ. পাঠকের গ. সৃষ্টিকমের্র মালিকের ঘ. রাষ্ট্রের সঠিক উত্তর : গ. সৃষ্টিকমের্র মালিকের ৬৯. কোনো লেখকের লেখার অধিকার রক্ষায় কোন আইন রয়েছে? ক. কপিরাইট আইন খ. মানবাধিকার আইন গ. হ্যাকার আইন ঘ. ক্রিমিনাল আইন সঠিক উত্তর : ক. কপিরাইট আইন ৭০। ই-লানির্ং নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে সম্পকির্ত? ক. কৃষি খ. স্বাস্থ্য গ. শিক্ষা ঘ. বাণিজ্য সঠিক উত্তর : গ. শিক্ষা ৭১। বতর্মান শিক্ষাব্যবস্থা কোনটির ওপর নিভর্র হয়ে পড়েছে? ক. মোবাইল খ. টেলিভিশন গ. শিক্ষা ঘ. কোচিং সঠিক উত্তর : গ. শিক্ষা ৭২। ছাত্রছাত্রীদের সব জ্ঞানের চাহিদা পূরণ করছে কোনটি? ক. পাঠ্যবই খ. বিদ্যালয় গ. ইন্টারনেট ঘ. শিক্ষক সঠিক উত্তর : গ. ইন্টারনেট