এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
কৃষিতে প্রযুক্তির ব্যবহারÑ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়Ñ৮ ৩। কে প্রথম বিশ্বায়ন সম্পকের্ ধারণা দেন? ক. অ্যান্থনি গিডেন্স খ. রোমাল্ড রবাটর্সন গ. জন ক্যালভিন ঘ. জে ওয়াটসন সঠিক উত্তর : খ. রোমাল্ড রবাটর্সন ৪। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে কী ধরনের পরিবতর্ন সূচিত হয়েছে? ক. পেশার পরিবতর্ন খ. উৎপাদন বৃদ্ধি গ. খরচ বৃদ্ধি ঘ ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি সঠিক উত্তর : খ. উৎপাদন বৃদ্ধি ৫। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবতর্ন এনেছেÑ ক. ইন্টারনেট খ. এফএম রেডিও গ. টেলিফোন ঘ. ফ্যাক্স সঠিক উত্তর : ক. ইন্টারনেট ৬। বাংলাদেশে অণু পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেÑ ক. ধমীর্য় মূল্যবোধের কারণে খ. নগরায়ণের ফলে গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে ঘ. উৎপাদন বৃদ্ধির ফলে সঠিক উত্তর : খ. নগরায়ণের ফলে ৭। বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ ক্ষেত্রে প্রভাব রাখছেÑ ক. নগরায়ণ খ. শিল্পায়ন গ. উন্নয়ন ঘ. বিশ্বায়ন সঠিক উত্তর : ঘ. বিশ্বায়ন ৮। শিল্পায়নের বৈশিষ্ট্য কোনটি? র. জটিল শ্রম বিভাগ রর. প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি ররর. অধিক উৎপাদন নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৯। কোনটি বাংলাদেশের অথৈর্নতিক পরিবতর্ন? র. কৃষিনিভর্রতা বৃদ্ধি পাচ্ছে রর. পেশাগত বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে ররর. কুটিরশিল্প কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ১০। অথৈর্নতিক বিশ্বায়নের মূলে রয়েছেÑ ক. উৎপাদন বৃদ্ধি খ. শিল্পায়ন গ. মুক্তবাজার অথর্নীতি ঘ. রপ্তানি বৃদ্ধি সঠিক উত্তর : গ. মুক্তবাজার অথর্নীতি ১১। বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে যে পরিবতর্ন দেখা যাচ্ছেÑ র. নারীর অংশগ্রহণ বৃদ্ধি রর. ধমীর্য় মূল্যবোধ বৃদ্ধি ররর. গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও ররর