এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঊষবপঃৎড়হরপ সধরষ (ঊ-সধরষ)

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ নিচের অনুচ্ছেদটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও। তাজ ও জান্নাতের বাবা তাদের জন্য ট্যাবলেট পিসি কিনে দিলেন। তাজ নবম শ্রেণিতে ও জান্নাত দ্বাদশ শ্রেণিতে পড়ে। ৭৩। তাজের ট্যাবলেট পিসিটির সবোর্ত্তম ব্যবহার সম্ভবÑ ক. গেমস খেলায় খ. গান শোনায় গ. হিসাব-নিকাশে ঘ. লেখাপড়ার কাজে সঠিক উত্তর : গ. হিসাব-নিকাশে ৭৪। তাজ ও জান্নাতের জন্য ট্যাবলেট পিসিটির সবোর্চ্চ ব্যবহার করতেÑ র. দ্রæতগতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে রর. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকতে হবে ররর. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৭৫। ইন্টারনেটের প্রাথমিক কাযর্ক্রম শুরু হয় কোনটির মাধ্যমে? ক. প্রটোকল খ. আরপানেট গ. ই-মেইল ঘ. ফ্রিল্যান্সিং সঠিক উত্তর : খ. আরপানেট ৭৬। এপ্রিল ২০১৪ পযর্ন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী বাংলাদেশে কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে? ক. ৩৭১৭২০৫০ খ. ৩২০৪৫১২১ গ. ৩৩০৪৩১২৪ ঘ. ৩৮৯৭২০২০ সঠিক উত্তর : ক. ৩৭১৭২০৫০ ৭৭। ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে? ক. কম্পিউটার খ. মোবাইল ফোন গ. ল্যাপটপ ঘ. আইপ্যাড সঠিক উত্তর : খ. মোবাইল ফোন ৭৮। ভবিষ্যতে কোনটি ছাড়া একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? ক. মোবাইল খ. ই-বুক গ. আইসিটি ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : গ. আইসিটি ৭৯। ঊ-সধরষ-এর পূণর্ রূপ কোনটি? ক. ঊষবপঃৎড়হরপ গধরষ খ. ঊসবৎমবহপু গধরষ গ. ঊষবপঃৎড় গধরষ ঘ. ঊধৎহরহম গধরষ সঠিক উত্তর : ক. ঊষবপঃৎড়হরপ গধরষ