এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

দেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়Ñ৮ ১২। কোনটি নগরের ভিত্তি? ক. ব্যবসা-বাণিজ্য খ. অকৃষিজ পেশা গ. আবাসিক এলাকা ঘ. উন্নত যানবাহন সঠিক উত্তর : খ. অকৃষিজ পেশা অধ্যায়-৯ ১। দেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? ক. ১৯৭৩ খ. ১৯৭৪ গ. ১৯৮১ ঘ. ১৯৯১ সঠিক উত্তর : খ. ১৯৭৪ ২। সামাজিক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্যÑ র. এটি সামাজিক মূল্যবোধ পরিপন্থী রর. সামাজিক পরিবতের্নর ফল ররর. সমাজভেদে ভিন্ন নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৩। নারীর নিরাপত্তাজনিত সামাজিক সমস্যা কোনটি? র. যৌতুক রর. জেন্ডারবৈষম্য ররর. বাল্যবিবাহ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী- র. খাদ্যাভ্যাস রর. তথ্যপ্রযুক্তির প্রসার ররর. চিত্তবিনোদনের অভাব নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও ররর ৫। কোন সমস্যাটি বাংলাদেশে দ্রæত বৃদ্ধি পেয়েছে? ক. যৌতুক খ. নিরক্ষরতা গ. দারিদ্র্য ঘ. মাদকাসক্তি সঠিক উত্তর : ঘ. মাদকাসক্তি ৬। কাম্য জনসংখ্যা হবেÑ র. সুস্বাস্থ্যের অধিকারী রর. উৎকৃষ্ট জনসংখ্যা ররর. কমর্সংস্থানের অধিকারী নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৭। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় কত সালে? ক. ১৯৮০ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ২০০০ সঠিক উত্তর : খ. ১৯৯০ ৮। বাংলাদেশে কোনটি বাধের্ক্যর সমস্যা নয়? ক. নিরাপত্তাহীনতা খ. উপাজর্নহীনতা গ. বিনোদনের অভাব ঘ. অশিক্ষা সঠিক উত্তর : ঘ. অশিক্ষা ৯। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার কত? ক. ৪৫.২৫% খ. ৪৭.৬৮% গ. ৪৯.২৩% ঘ. ৫১.২৭% সঠিক উত্তর : খ. ৪৭.৬৮%