গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও অরিয়েন্টেশন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
গণ বিশ্ববিদ্যালয়ের অক্টোবর-২০১৮ সেশনের অনাসর্ কোসর্ ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের এমবিবিএস শিক্ষাথীের্দর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বেলা সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে সমবেত হয়ে শিক্ষাথীর্রা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং দেশ ও জাতি গঠনে ৭টি শপথবাক্য পাঠ করেন। শিক্ষাথীের্দর ভালো মানুষ হওয়ার পথ নিদের্শক শপথ বাক্যগুলো পাঠ করান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। শপথ গ্রহণ শেষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে এমবিবিএস শিক্ষাথীের্দর অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাচাযর্ (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক মোতাহার হোসেন মÐল, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদ।