তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
অধ্যায়-১
১. একুশ শতকের সম্পদ কী?
ক. কৃষি খ. অর্থ
গ. জ্ঞান ঘ. শিল্প-বাণিজ্য
উত্তর : গ. জ্ঞান
২. পৃথিবীর সম্পদ কোনটি?
ক. রোবট খ. জ্ঞান
গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ
উত্তর : গ. সাধারণ মানুষ
৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে-
র. জ্ঞান সৃষ্টি করতে
রর. জ্ঞান ধারণ করতে
ররর. জ্ঞান ব্যবহার করতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. ওহঃবৎহবঃ
খ. ঊ-সধরষ
গ. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ
ঘ. ঋধপবনড়ড়শ
উত্তর: গ. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ
৫. এষড়নধষরুধঃরড়হ এবং ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. ইন্টারনেট
গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি
ঘ. গেস্নাবাল ভিলেজ
উত্তর : ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল-
র. এৎববহ ঐড়ঁংব ঊভভবপঃ
রর. এষড়নধষরুধঃরড়হ
ররর. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।
৭. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জ্ঞান খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. অর্থ ঘ. সৃজনশীলতা
উত্তর : খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৮. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন-
র. ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু
রর. এষড়নধষরুধঃরড়হ
ররর. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
৯. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?
ক. অর্থের ব্যবহার খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
গ. ইন্টারনেট ঘ. তথ্যের ক্রমবিকাশ
উত্তর : খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
১০. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?
ক. অর্থ-সম্পদ ভিত্তিক খ. বাজেট ভিত্তিক
গ. জ্ঞান ভিত্তিক ঘ. তথ্য ভিত্তিক
উত্তর : গ. জ্ঞান ভিত্তিক
১১. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে-
র. উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে
রর. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে জ্ঞানার্জন করতে হবে
ররর. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
১২. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?
ক. ১৮৩৩ খ. ১৮৪২
গ. ১৯৫৩ ঘ. ১৯৯১
উত্তর : ঘ. ১৯৯১
১৩. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ. জগদীশচন্দ্র বসু
উত্তর : গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
১৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে-
র. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে
রর. সরকারি সেবার মান উন্নত হবে
ররর. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১৫. শিল্প বিপস্নব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
উত্তর : খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
১৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপস্নব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপস্নব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
উত্তর : খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপস্নব করবে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়