পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
১৮. আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন আর গাঁয়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সবটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসব হতভাগা জোচ্চোর কোথাকার উত্তর : আচ্ছা থাক, এখন নাই বা খেলেন- পরে খাবেন। আর গাঁয়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে, সবটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন- আমি খুশি হয়ে ছুটে আসব হতভাগা জোচ্চোর কোথাকার। ১৯. নকল রানী বানায় পিঠা সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিস্বাদ দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাঁশি পিঠা উত্তর : নকল রানী বানায় পিঠা। সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিস্বাদ! দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাঁশি পিঠা। ২০. মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তাছাড়া শখের যে কোনো জিনিসই সুন্দর উত্তর : মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়। তাই এর নাম শখের হাঁড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসই সুন্দর। এক কথায় প্রকাশ অহংকার নেই যার - নিরহংকার অহংকার আছে যার - অহংকারী অন্ত নেই যার - অনন্ত উপায় নেই যার - নিরুপায় উপকার করেন যিনি - উপকারী উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ অন্য যুগ - যুগান্তর এক সঙ্গে শব্দ করা - সমস্বরে কোনো ভাবেই পূরণ করা যায় না এমন - অপূরণীয় \হকল্পনা করা যায় না এমন - অকল্পনীয় কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর কোকিলের ডাক - কুহু জানার ইচ্ছা - জিজ্ঞাসা দমন করা যায় না যা - অদম্য নদী মাতা যার - নদীমাতৃক নানান ধরনের পাখি - পাখপাখালি নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি - আত্মদানকারী পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী পরিহার করা যায় না এমন - অপরিহার্য প্রহরা দেয় যে - প্রহরী প্রতিভা আছে যার - প্রতিভাবান পাখির ডাক- কূজন পান করার যোগ্য - পেয় পরের অধীন - পরাধীন বীরের মধ্যে শ্রেষ্ঠ - বীরশ্রেষ্ঠ বিচার নেই এমন - নির্বিচার বরণ করার যোগ্য - বরেণ্য ভাবা যায় না এমন - অভাবনীয় ভ্রমরের গান - গুঞ্জন ভিন্ন দেশে বাস করে যে - প্রবাসী মমতা আছে যে নারীর - মমতাময়ী মেধা আছে যার - মেধাবী মধুর ধ্বনি - সুমধুর যা কষ্টে ভেদ করা যায় - দুর্ভেদ্য যা পূর্বে বা আগে ঘটেনি - অভূতর্পূব যা আকাশে চরে - খেচর যা আসল নয় - নকল যা করা প্রয়োজন - কর্তব্য যা পাওয়া গেছে - প্রাপ্ত যার মূল্য নির্ধারণ করা যায় না - অমূল্য যার সীমা নেই - অসীম যার অন্ত নেই - অনন্ত যেখানে লোকজন বাস করে - লোকালয় যে বিদেশে থাকে - প্রবাসী যে অভিযান করে - অভিযাত্রী যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ যে হিংসা করে - হিংসুক যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন যে বেশি কথা বলে - বাচাল রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন- ফেরিওয়ালা রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন - রক্তরঞ্জিত রেখা দিয়ে আঁকা ছবি - নকশা বসবাসের জায়গা - জনপদ শারীরিক পরিশ্রম করে - কায়ক্লেশে শুকনো পাতার শব্দ - মর্মর শাস্তি পাওয়ার যোগ্য - দন্ডণীয় শুয়ে আছে এমন - শয়ান সংখ্যায় সবচেয়ে বেশি এমন - সংখ্যাধিক্য সাধনা করেন যিনি - সাধক সোনালি রঙের বুনো লতা - স্বর্ণলতা হরিণের চামড়া - অজিন সাদরে গ্রহণ - বরণ শক্তি আছে যার - শক্তিধর নদী ও সাগরের ঢেউ - উর্মি কোনো কিছুতে পটু যে - পটুয়া খারাপ মেজাজ - তিরিক্ষি দেশের বিরুদ্ধে কাজ করেছিল যারা - দেশদ্রোহী মাটিতে আঁকা নকশা - আলপনা হাতে পরার গহনা - কাঁকন কুকুরের কামড়ে যে রোগ হয় - জলাতঙ্ক কোনো কিছু খেয়াল করে দেখা - পর্যবেক্ষণ যার তুলনা হয় না - অতুলনীয় যা জলে চরে - জলচর যার শত্রম্ন জন্মায়নি - অজাতশত্রম্ন আকাশে যে উড়ে বেড়ায় - খেচর যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যে জমি উঁচুনিচু নয় - সমতল ভূমি মুক্তির জন্য যে যুদ্ধ - মুক্তিযুদ্ধ পোড়ামাটির ফলক - টেরাকোটা প্রাচীরে ঘেরা সেনানিবাস - ব্যারাক ন্যায় যুদ্ধে যিনি প্রাণ দেন - শহিদ নয়নের জল - অশ্রম্ন অসম্ভব কাল্পনিক কাহিনী - কল্পকাহিনী