শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

অষ্টম অধ্যায়

১০৪. পলিথিন ব্যাগ পরিবেশের ক্ষতি করে। রাঙামাটি জেলা পরিষদ এখানে পলিথিন নিষিদ্ধ করে। রাঙামাটি জেলা পরিষদের এটি কোন ধরনের কাজ?

(ক) শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ

(খ) পর্যটনের উন্নয়ন সংক্রান্ত কাজ

(গ) পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কাজ

(ঘ) শিক্ষার উন্নয়নমূলক কাজ

উত্তর :(গ) পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কাজ

১০৫. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মোট সদস্য সংখ্যা?

(ক) ২৫ জন (খ) ১২ জন

(গ) ৬ জন (ঘ) ৩ জন

উত্তর : (ক) ২৫ জন

১০৬. আঞ্চলিক পরিষদের মেয়াদ কত বছর?

(ক) ৬ বছর (খ) ৫ বছর

(গ) ৪ বছর (ঘ) ৩ বছর

উত্তর : (খ) ৫ বছর

১০৭. পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের সদস্য ২৫ জনের মধ্যে বাঙালিদের সংখ্যা কত?

(ক) ৬ জন (খ) ৫ জন

(গ) ৪ জন (ঘ) ৩ জন

উত্তর : (ক) ৬ জন

১০৮. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ জনের মধ্যে চাকমাদের সংখ্যা কত?

(ক) ৫ জন (খ) ৪ জন

(গ) ৩ জন (ঘ) ২ জন

উত্তর : (ক) ৫ জন

১০৯. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অবশ্যই-

(ক) বাঙালি হবেন (খ) পাহাড়ি বাঙালি হবেন

(গ) ক্ষুদ্র নৃগোষ্ঠীর হবেন (ঘ) রোহিঙ্গা হবেন

উত্তর :(গ) ক্ষুদ্র নৃগোষ্ঠীর হবেন

১১০. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের মর্যাদা কার সমান হবে?

(ক) মন্ত্রীর সমান (খ) সচিবের সমান

(গ) সংসদ সদস্যের সমান (ঘ) প্রতিমন্ত্রীর সমান

উত্তর : (ঘ) প্রতিমন্ত্রীর সমান

১১১. পরোক্ষভাবে নির্বাচিত হবেন কে?

(ক) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান

(খ) পৌরসভা মেয়র

(গ) উপজেলা পরিষদ চেয়ারম্যান

(ঘ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

উত্তর : (ক) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান

১১২. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ জন সদস্যদের মধ্যে মারমা নৃগোষ্ঠীর সদস্য সংখ্যা কত?

(ক) ৫ জন (খ) ৪ জন

(গ) ৩ জন (ঘ) ২ জন

উত্তর : (গ) ৩ জন

১১৩. খনিজ সম্পদ অন্বেষণ বা উত্তোলনের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র সূত্রে প্রাপ্ত রয়্যালটির অংশবিশেষ কোন প্রতিষ্ঠানের আয়ের উৎস?

(ক) পৌরসভা (খ) পার্বত্য জেলা পরিষদ

(গ) ইউনিয়ন পরিষদ (ঘ) উপজেলা পরিষদ

উত্তর : (খ) পার্বত্য জেলা পরিষদ

১১৪. প্রতি অর্থবছর শুরু হওয়ার পূর্বে ঐ অর্থবছরের সম্ভাব্য বাজেট প্রণয়ন ও অনুমোদন করে কোন প্রতিষ্ঠান?

(ক) ইউনিয়ন পরিষদ (খ) পৌরসভা

(গ) উপজেলা পরিষদ

(ঘ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ

উত্তর : (ঘ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ

১১৫. বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম পরিষদের নিয়ন্ত্রণে থাকা কোনো জমির অধিগ্রহণ ও হস্তান্তর করতে চাইলে কার সম্মতির প্রয়োজন রয়েছে?

(ক) পার্বত্য জেলার চেয়ারম্যানের

(খ) পার্বত্য জেলার ভূমি কর্মকর্তার

(গ) পার্বত্য জেলার নির্বাহী কর্মকর্তার

(ঘ) পার্বত্য জেলার জনগণ

উত্তর : (ক) পার্বত্য জেলার চেয়ারম্যানের

১১৬. জাতীয় শিল্পনীতির সঙ্গে সঙ্গতি রেখে পার্বত্যাঞ্চলে ভারী শিল্প স্থাপনে লাইসেন্স প্রদান করে কে?

(ক) পার্বত্য জেলার নির্বাহী কর্মকর্তা

(খ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ

(গ) শিল্প মন্ত্রণালয়

(ঘ) কেন্দ্রীয় সরকার

উত্তর : (খ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ

১১৭. নাগরিক সেবা সহজলভ্য করার জন্য স্থানীয় পর্যায়ে বর্তমানে গ্রহণ করা হয়েছে-

(ক) স্বাস্থ্যসেবা (খ) আর্থিক প্রণোদনা

(গ) ভোট প্রদান সেবা (ঘ) ই-গভর্ন্যান্স চালুর উদ্যোগ

উত্তর : (ঘ) ই-গভর্ন্যান্স চালুর উদ্যোগ

১১৮. স্থানীয় সরকারের ক্ষেত্রে কোনটি যুগান্তকারী ঘটনা?

(ক) মোবাইলের ব্যবহার (খ) ফ্যাক্স

(গ) ই-গভর্ন্যান্স চালু (ঘ) প্রযুক্তি বিকাশ

উত্তর : (গ) ই-গভর্ন্যান্স চালু

১১৯. নারীদের কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ সমর্থন করেছে কতটি দেশ?

(ক) ১৩২টি (খ) ১৩১টি

(গ) ১৩০টি (ঘ) ১২৯টি

উত্তর :(ক) ১৩২টি

১২০. নাগরিক অধিকার অর্জনে নিচের কোনটি অধিক সহায়ক?

(ক) ই-গভর্ন্যান্স (খ) ই-মেইল

(গ) ম্যাগাজিন (ঘ) সাময়িকী

উত্তর : (ক) ই-গভর্ন্যান্স

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে