বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউআইইউ ও সিমেড হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং সিমেড হেলথ লিমিটেডের মধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া রিসার্চ কোলাবরেশনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসে ২৩ জানুয়ারি এই চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রম্নপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউআইইউ'র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর মো. আবুল কাশেম মিয়া। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এম রিজওয়ান খান এবং সিমেড হেলথ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. ফারহানা সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে ইউআইইউ বিওটির উপদেষ্টা এবং সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর চৌধুরী মোফিজুর রহমান, রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং

আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে