অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া য়
অতিথির স্মৃতি ৪২. লেখকের পিছু নিয়েছিল কে? ক. একটি পাখি খ. একটি মানুষ গ. একটি বিড়াল ঘ. একটি কুকুর উত্তর : ঘ. একটি কুকুর ৪৩. লেখক প্রথমবার অতিথিকে ভেতরে ডাকলেও সে কোথায় দাঁড়িয়েছিল? ক. রাস্তার শেষপ্রান্তে খ. ঘরের মধ্যে গ. গেটের বাইরে ঘ. গেটের ভেতরে উত্তর : গ. গেটের বাইরে ৪৪. স্টেশনে বকশিশ থেকে বঞ্চিত হয়েছিল কে? ক. অতিথি খ. মালি গ. মালিনী ঘ. চাকর উত্তর : ক. অতিথি ৪৫. অতিথি কোথায় জায়গা করে নিয়েছিল? ক. উঠোনের ধুলোয় খ পরিত্যক্ত জায়গায় গ. বাড়ির ছাদে ঘ. ঘরের মাঝে উত্তর : ক. উঠোনের ধুলোয় ৪৬. 'অতিথির স্মৃতি' গল্পে কোন পাখি ইউক্যালিপটাস গাছে এসে বসে? ক. শালিক খ. বেনে-বৌ গ. বুলবুলি ঘ. টুনটুনি উত্তর : খ. বেনে-বৌ ৪৭. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মাঝে কাদের সংখ্যা বেশি ছিল? ক. পুরুষদের খ. যুবকদের গ. বৃদ্ধদের ঘ. মেয়েদের উত্তর : ঘ. মেয়েদের ৪৮. লেখক কখন পথের ধারে গিয়ে বসেন? ক. সকালে খ. বিকেলে গ. সন্ধ্যায় ঘ. রাতে উত্তর : খ. বিকেলে ৪৯. 'অতিথির স্মৃতি' গল্পে কোন গাছটি পথের ধারে ছিল? ক. অশ্বত্থ খ. ইউক্যালিপটাস গ. জারুল ঘ. আমগাছ উত্তর : ক. অশ্বত্থ ৫০. দরিদ্র ঘরের মেয়েটির চোখের চাহনি কেমন ছিল? ক. শান্ত খ. কৌতূহলী গ. ক্লান্ত ঘ. রাগান্বিত উত্তর : গ. ক্লান্ত ৫১. লেখকের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে? ক. বামুন ঠাকুরকে দেখে খ. মালিককে দেখে গ. মালিনীকে দেখে ঘ. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে উত্তর : ঘ. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে ৫২. লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত ছিল? ক. পনেরো-ষোলো খ. বিশ-বাইশ গ. চব্বিশ-পঁচিশ ঘ. তিরিশ-বত্রিশ উত্তর : গ. চব্বিশ-পঁচিশ ৫৩. 'দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পারুল'-এ কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? ক. অতিথির খ. দরিদ্র মেয়েটির গ. মালির ঘ. মালিনীর উত্তর : খ. দরিদ্র মেয়েটির ৫৪. ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে কারা দ্রম্নত পদেই বাসায় ফিরছেন? ক. জনকয়েক বৃদ্ধ ব্যক্তি খ. অল্পবয়সি একদল মেয়ে গ. হাঁপানির রোগীরা ঘ. স্কার্ভি রোগীরা উত্তর : ক. জনকয়েক বৃদ্ধ ব্যক্তি ৫৫. অতিথি বাড়ির ভেতরে ঢুকতে চাইল না কেন? ক. আঘাত পাওয়ার ভয়ে খ. চাকরদের দাঁড়িয়ে থাকতে দেখে গ. ঘরের দরজা বন্ধ ছিল বলে ঘ. বাইরে খাবার ছিল বলে উত্তর : খ. চাকরদের দাঁড়িয়ে থাকতে দেখে ৫৬.'অতিথির স্মৃতি' গল্পে লেখকের ঘুম ভেঙে গেল কেন? ক. একঘেয়ে ভজন সুরের জন্য খ. বদহজমের জন্য গ. মশার কামড়ের জন্য ঘ. পানির পিপাসার জন্য উত্তর : ক. একঘেয়ে ভজন সুরের জন্য ৫৭. লেখক বাড়িতে ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন? ক. অতিথির কথা স্মরণ করে খ. রোগের কথা স্মরণ করে গ. বামুন ঠাকুরের কথা স্মরণ করে ঘ. দেওঘরের স্মৃতির কথা স্মরণ করে উত্তর : ক. অতিথির কথা স্মরণ করে ৫৮. কেন বৃদ্ধরা ক্ষুধা হরণের পর দ্রম্নত বাসায় ফিরছেন? ক. বাতব্যাধিগ্রস্ত বলে খ. চোখে কম দেখে বলে গ. আকাশে প্রচন্ড মেঘ করেছিল বলে ঘ. প্রচন্ড শীত পড়েছে বলে উত্তর : ক. বাতব্যাধিগ্রস্ত বলে ৫৯. 'লেখক দুই দিন অতিথির খবর নিতে পারেননি'- এর কারণ কী? ক. ব্যস্ততা খ. অবসন্নতা গ. অলসতা ঘ. অসুস্থতা উত্তর : ঘ. অসুস্থতা ৬০. বিদায়ের সময় লেখকের দিকে অতিথি এক দৃষ্টিতে তাকিয়েছিল কেন? ক. ভালো লেগেছিল বলে খ. লেখকের প্রতি অনুরাগ থেকে গ. লেখকের বখশিশ পেয়ে ঘ. তাকে বিদায় জানাতে উত্তর : খ. লেখকের প্রতি অনুরাগ থেকে ৬১. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হতো কেন? ক. রোগাক্রান্ত দুর্বল বলে খ. বড় সন্তান ছিল না বলে গ. শীর্ণ মুখ দেখে ঘ. ছোট ছোট ছেলেমেয়ে দেখে উত্তর : ক. রোগাক্রান্ত দুর্বল বলে ৬২.মালি-বৌ কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল কেন? ক. মালিকে তাড়া করেছিল বলে খ. মালি-বৌকে কামড় দিয়েছিল বলে গ. বেঁচে যাওয়া খাবারে ভাগ বসিয়েছিল বলে ঘ. ঘেউ ঘেউ শব্দ করেছিল বলে উত্তর : গ. বেঁচে যাওয়া খাবারে ভাগ বসিয়েছিল বলে ৬৩. 'দেখি অতিথি এইদিকে চেয়ে প্রস্তুত' কী জন্য প্রস্তুত? ক. লেখককে বিদায় জানানোর জন্য খ. বেড়াতে যাওয়ার জন্য গ. শিকারিকে আক্রমণের জন্য ঘ. খাবার খাওয়ার জন্য উত্তর : খ. বেড়াতে যাওয়ার জন্য ৬৪.'কীরে, এখানেও এসেছিস?'-'অতিথির স্মৃতি' গল্পের লেখকের এ কথায় কী প্রকাশ পায়? ক. বিরক্তি খ. রাগ গ. অনুশোচনা ঘ. বিস্ময় উত্তর : ঘ. বিস্ময় ৬৫. কুকুরটি কোন সময় লেখকের ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল? ক. দুপুরে খ. সকালে গ. বিকেলে ঘ. রাতে উত্তর : ক. দুপুরে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়