একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

য় মনিরুল হক রনি প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
অষ্টম অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭-১৯নং প্রশ্নের উত্তর দাও : ফাইজা প্রায়ই বিটিভির একটি শিশুবিষয়ক অনুষ্ঠান 'মিনা কার্টুন' দেখে। একদিন সে তার বাবাকে বলে, আমি মিনা কার্টুন দেখে অনেক কিছু শিখেছি। তখন তার বাবা বলেন, কার্টুনটি প্রচারে একটি আন্তর্জাতিক সংস্থা নানাভাবে সহযোগিতা করছে। ১৭. উদ্দীপকের মিনা কার্টুনটি প্রচারে কোন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে? ক) ওয়ার্ল্ড ভিশন খ) সেভ দ্য চিলড্রেন গ) ইউনিসেফ ঘ) ইউএনডিপি উত্তর : গ) ইউনিসেফ ১৮. উদ্দীপকের ফাইজা মিনা কার্টুন দেখে যা শিখছে- র. মেয়েদের অধিকার রক্ষা রর. ছেলেমেয়েদের মধ্যে বৈষম্য দূরীকরণ ররর. পথশিশুদের জন্য আমাদের করণীয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ১৯. উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি বাংলাদেশে পরিচালনা করছে- র. শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত কর্মসূচি করছে- রর. জরুরি ত্রাণ কার্যক্রম ররর. মহিলাদের উন্নয়ন কার্যক্রম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ২০. শিশুর জন্ম সংক্রান্ত জটিলতায় প্রতি বছর হাজার হাজার নারীর মৃতু্যর কারণ- ক) গর্ভাবস্থায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়া খ) অদক্ষ অল্পশিক্ষিত দাইয়ের মাধ্যমে সন্তান প্রসব করানো গ) অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গর্ভধারণ করা ঘ) নারীর প্রতি অবহেলা ও সহিংসতা উত্তর : খ) অদক্ষ অল্পশিক্ষিত দাইয়ের মাধ্যমে সন্তান প্রসব করানো ২১. ইউনিসেফ প্রচার প্রচারণার মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতিকে অগ্রগামী করে? ক) সামাজিক গবেষণা গ) সমাজকর্ম পদ্ধতি গ) সামাজিক কার্যক্রম ঘ) ব্যক্তি সমাজকর্ম উত্তর : গ) সামাজিক কার্যক্রম ২২. ইউনিসেফ পুষ্টি সংক্রান্ত কর্মসূচির আওতায়্ত র. পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে রর. ডঐঙ-এর সাথে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে ররর. পুষ্টি বিষয়ে বিশ্বব্যাপী রিপোর্ট প্রণয়ন করে থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ২৩. ইউনিসেফ গুরুত্ব প্রদান করে- র. নারীর ক্ষমতায়নে রর. জন্মনিবন্ধন ররর. দুর্যোগ মোকাবিলায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ২৪. ইউনিসেফ যে সব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে- র. শিশু ও মহিলাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ রর. বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা ররর. শিশুদের ঐওঠ/অওউঝ-এর ভয়াবহতা থেকে রক্ষা করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ২৫. ইউনিসেফ স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির আওতায়- র. স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে রর. বিনা সুদে ঋণদান করে থাকে ররর. বিশুদ্ধ পানি ও পয়ঃপ্রণালির ব্যবস্থা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ২৬. ইউনিসেফ কাদের কল্যাণে কাজ করে? ক) শিশুদের খ) যুবকদের গ) প্রবীণদের ঘ) নারীদের উত্তর : ক) শিশুদের ২৭. এইচআইভি সংক্রমিত অভিভাবকদের থেকে সন্তানকে রক্ষায় ইউনিসেফ কোন প্রকল্প বাস্তবায়ন করছে? ক) চচঞঈ খ) চচঞঈঞ গ) চঞচঈঞ ঘ) চঈচচঞ উত্তর : গ) চঞচঈঞ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়