এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৯৬। ফেসবুক কী? ক. ই-মেইল খ. ফ্রিল্যান্সিং সাইট গ. সামাজিক যোগাযোগের মাধ্যম ঘ. তথ্য খেঁাজার সাইট সঠিক উত্তর : গ. সামাজিক যোগাযোগের মাধ্যম ৯৭। সফটওয়্যার ফামর্ খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি? ক. হাডর্ওয়্যার খ. প্রোগ্রামিং গ. কল সেন্টার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : খ. প্রোগ্রামিং নিচের অনুচ্ছেদটি পড় এবং দুটি প্রশ্নের উত্তর দাও। মাহমুদ একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। তার কাজ হলো স্মাটের্ফানের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করা। ৯৮। মাহমুদ নিচের কোন বিষয়টিতে দক্ষ? ক. নেটওয়াকির্ং খ. টেলিফোন গ. রোবোটিকস ঘ. প্রোগ্রামিং সঠিক উত্তর : ঘ. প্রোগ্রামিং ৯৯। কাজটি করার জন্য কী সম্পকের্ জানতে হয়? র. প্রোগ্রামিং রর. কম্পিউটার ররর. ফ্রিল্যান্সিং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১০০। বিশ্বব্যাপী কমর্সংস্থানের বাজার উন্মুক্ত করেছেÑ ক. ডেটা খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ কম্পিউটার ঘ. প্রোগ্রামিং সঠিক উত্তর : খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১০১। কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়? ক. ইন্টারনেট খ. টেলিভিশন গ. ফ্রিল্যান্সার ঘ রেডিও সঠিক উত্তর : ক. ইন্টারনেট ১০২। কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে কী বলে? ক. ফ্রিল্যান্সার খ. প্রোগ্রামিং গ. নেটওয়াকির্ং ঘ. আউটসোসির্ং সঠিক উত্তর : খ. প্রোগ্রামিং ১০৩। কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়? ক. ব্যাংকিং খ. ফ্রিল্যান্সিং গ. প্রোগ্রামিং ঘ. ব্যবসায়-বাণিজ্য। সঠিক উত্তর : খ. ফ্রিল্যান্সিং ১০৪। আইসিটির ব্যবহার কীরূপ? ক. একমুখী খ. দ্বিমুখী গ. ত্রিমুখী ঘ. সবর্মুখী সঠিক উত্তর : ঘ. সবর্মুখী