দাখিলের প্রবেশপত্র বিতরণ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
২০১৯ সালের দাখিল পরীক্ষার প্রবেশপত্র ২৪ জানুয়ারি থেকে বিতরণ শুরু করবে মাদরাসা শিক্ষা বোডর্। ২৪ ও ২৫ জানুয়ারি কেন্দ্র সচিবদের বোডর্ থেকে দাখিলের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এর আগে ১৯ ও ২০ জানুয়ারি প্রবেশপত্র বিতরণের কথা থাকলেও তা পুননির্র্ধার্রণ করেছে মাদরাসা শিক্ষা বোডর্। মাদরাসা শিক্ষা বোডর্ সূত্রে এ তথ্য পাওয়া যায়। জানা গেছে ২৪ জানুয়ারি সকাল ১০টায় খুলনা, রবিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলার কেন্দ্র সচিবদের বোডর্ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলার কেন্দ্র সচিবরা বোডর্ থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করবেন। জেলা সদরে অবস্থিত কেন্দ্রের সচিবদের জেলা প্রশাসকের এবং উপজেলায় অবস্থিত কেন্দ্রের সচিবদের ক্ষেত্রে উপজেলা নিবার্হী কমর্কতার্র প্রাধিকার পত্র মাদরাসা শিক্ষা বোডের্ জমা দিয়ে দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও আনুষঙ্গিক সংগ্রহ করতে বলা হয়েছে।