জাবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সহিংস চরমপন্থার বিপরীতে শান্তি, সম্প্রতি, পরমতসহিষ্ণুতা এবং বৈচিমত্র্যয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য শিক্ষাথীের্দর জ্ঞান বৃদ্ধি ও সচেতন করা এবং ধমীর্য় চরমপন্থা প্রতিরোধে তাদের সমগোত্রীয়দের মধ্যে, পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ‚মিকা রাখতে উৎসাহিত করার লক্ষ্যে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ‘অসাম্প্রদায়িক, শান্তি-সম্প্রতি রক্ষা ও উগ্রবাদ প্রতিরোধ’ শীষর্ক সেমিনার। ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) অনুষ্ঠানটির আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন জাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, প্রতœতত্ত¡ বিভাগের অধ্যাপক স্বাধীন সেন, ইউনিভাসিির্ট অব লিবারেল আটের্সর ইতিহাস বিভাগের অধ্যাপক সামিয়া খাতুন এবং স্ট্যামফোডর্ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহজাবিন রহমান। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের নোমান রহমান এবং রসায়ন বিভাগের সাইমা সাদিকা নিপার সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের মোজাম্মেল হক তন্ময়। আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষাথীর্ অংশগ্রহণ করেন।