নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
নবম অধ্যায় ২১. সন্ত্রাস কী? (ক) ঝামেলার পূর্বাভাস (খ) জবরদস্তিমূলক কার্যকলাপ (গ) ঝগড়ার পূর্বাভাস (ঘ) মারামারি করা সঠিক উত্তর : (খ) জবরদস্তিমূলক কার্যকলাপ ২২. শিক্ষা দ্বারা মানুষ কী লাভ করে? (ক) সহযোগিতা (খ) স্বর্ণালঙ্কার (গ) টাকা-পয়সা (ঘ) সচেতনতা সঠিক উত্তর : (ঘ) সচেতনতা ২৩. কোন শ্রেণির ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রাখতে পারে? (ক) শিক্ষক ক্ষমতায়ন (খ) নারী ক্ষমতায়ন (গ) ডাক্তার ক্ষমতায়ন (ঘ) ব্যবসায়ী ক্ষমতায়ন সঠিক উত্তর : (খ) নারী ক্ষমতায়ন ২৪. নাগরিকদের মাঝে সামাজিক ও নৈতিকতাবোধ জাগ্রত করতে কোনটি করতে হবে? (ক) সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে (খ) বেকার ভাতা প্রদান করতে হবে (গ) গণসচেতনতা বৃদ্ধি করতে হবে (ঘ) কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে সঠিক উত্তর : (ক) সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে ২৫. পুষ্টিকর খাদ্যের বেশি প্রয়োজন- (ক) শিশুর (খ) নারীর (গ) পুরুষের (ঘ) নারী ও শিশুর সঠিক উত্তর : ঘ) নারী ও শিশুর ২৬. কোনটি দরিদ্র শ্রেণির মধ্যে নিরক্ষতার হার খুব বেশি হওয়ার কারণ? (ক) অর্থনৈতিক অবস্থা (খ) সরকারের উদাসীনতা (গ) অসচেতনতা (ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা সঠিক উত্তর : (ক) অর্থনৈতিক অবস্থা ২৭. জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ কোনটি? (ক) নারীর ক্ষমতায়ন (খ) উচ্চ জন্মহার রোধে ব্যবস্থা গ্রহণ (গ) বেকারত্ব হ্রাস (ঘ) বিনোদনের ব্যবস্থা সঠিক উত্তর : (খ) উচ্চ জন্মহার রোধে ব্যবস্থা গ্রহণ ২৮. আমাদের দেশে সাক্ষরতা আন্দোলন শুরু হয় কখন? (ক) ১৯৯৯ সালে (খ) ১৯৯৮ সালে (গ) ১৯৯৭ সালে (ঘ) ১৯৯৫সালে সঠিক উত্তর : (গ) ১৯৯৭ সালে ২৯. জীবন সম্পর্কে সচেতন নয় কারা? (ক) সাধারণ মানুষ (খ) নিরক্ষর মানুষ (গ) শিক্ষিত মানুষ (ঘ) কর্মব্যস্ত মানুষ সঠিক উত্তর : (খ) নিরক্ষর মানুষ ৩০. সন্তান ছেলে বা মেয়ে জন্মগ্রহণের ক্ষেত্রে দায়টি- (ক) মায়ের (খ) পরিবেশগত (গ) মা ও বাবার (ঘ) বাবার সঠিক উত্তর : (ঘ) বাবার ৩১. চীনের লোকসংখ্যা কত? (ক) ১.৪ বিলিয়ন (খ) ১.৩ বিলিয়ন (গ) ১.২ বিলিয়ন (ঘ) ১.১ বিলিয়ন সঠিক উত্তর : (খ) ১.৩ বিলিয়ন ৩২. গ্রামের বেকার মানুষের শহরে পাড়ি জমানোর প্রধান কারণ কী? (ক) পর্যাপ্ত বিদু্যতের অভাব (খ) পর্যাপ্ত বিনোদনের অভাব (গ) পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব (ঘ) অবহেলা, বঞ্চনা সঠিক উত্তর : (গ) পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব ৩৩. ভবিষ্যৎ বংশধরদের স্বার্থের কথা বিবেচনা করে বর্তমান বিশ্বে কোনটির হার কমানো সবচেয়ে বেশি প্রয়োজন? (ক) জনসংখ্যা বৃদ্ধির হার (খ) বেকারত্ব বৃদ্ধির হার (গ) সন্ত্রাস বৃদ্ধির হার (ঘ) দরিদ্রতা বৃদ্ধির হার সঠিক উত্তর : (ক) জনসংখ্যা বৃদ্ধির হার ৩৪. বাংলাদেশ কোন মন্ডলে অবস্থিত? (ক) অশ্মমন্ডলে (খ) গুরুমন্ডলে (গ) শুষ্কমন্ডলে (ঘ) গ্রীষ্মমন্ডলে সঠিক উত্তর : (ঘ) গ্রীষ্মমন্ডলে ৩৫. বাংলাদেশের জলবায়ু কেমন? (ক) চরমভাবাপন্ন (খ) শীতল (গ) নাতিশীতোষ্ণ (ঘ) উষ্ণ সঠিক উত্তর : (গ) নাতিশীতোষ্ণ ৩৬. আমাদের দেশে বিয়েকে কোন ধরনের কর্তব্য বলে মনে করা হয়? (ক) ধর্মীয় কর্তব্য (খ) সামাজিক কর্তব্য (গ) নৈতিক কর্তব্য (ঘ) পারিবারিক কর্তব্য সঠিক উত্তর : (ক) ধর্মীয় কর্তব্য ৩৭. আমাদের দেশের সন্তানদের কেন তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়? (ক) ভরণ-পোষণের ভয়ে (খ) সামাজিক অপরাধের ভয়ে (গ) নিরাপত্তার অভাবে (ঘ) খাদ্যের অভাবে সঠিক উত্তর : (খ) সামাজিক অপরাধের ভয়ে ৩৮. আমাদের দেশের মানুষ কোনটির আশায় একাধিক পুত্রসন্তান কামনা করে? (ক) অর্থনৈতিক নিরাপত্তা (খ) মানসিক তৃপ্তি (গ) সামাজিক নিরাপত্তা (ঘ) রাষ্ট্রীয় নিরাপত্তা সঠিক উত্তর : (ক) অর্থনৈতিক নিরাপত্তা ৩৯. 'ছোট পরিবার সুখী পরিবার' এ ধারণাটির স্থায়ী রূপ দিতে চাইলে নিচের কোনটি বেশি কার্যকর? (ক) আইন করা (খ) ব্যাপক প্রচারণা (গ) শিক্ষা (ঘ) পুরস্কার দেওয়া সঠিক উত্তর : (গ) শিক্ষা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়