জানার আছে অনেক কিছু

বিষয় : তথ্য ও প্রযুক্তি

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : ইন্টারনেট চালু হয়- উত্তর : ১৯৬৯ সালে প্রশ্ন : ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান- উত্তর : ১৯৬১ সালে প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ- উত্তর : হীরক। প্রশ্ন : সবচেয়ে হালকা মৌল- উত্তর : হাইড্রোজেন। প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো- উত্তর : বালি। প্রশ্ন : এস আই পদ্ধতিতে তাপের একক- উত্তর : জুল। প্রশ্ন : তেজস্ক্রিয় পদার্থ নয়- উত্তর : লৌহ। প্রশ্ন : অ্যামোনিয়াম সালফেট হলো- উত্তর : একটি লবণ। প্রশ্ন : বিলিরুবিন তৈরি হয়- উত্তর : যকৃতে। প্রশ্ন : বহুকোষী প্রাণী নয়- উত্তর : অ্যামিবা। প্রশ্ন : ন্যানো সেকেন্ড হলো- উত্তর : এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ। প্রশ্ন : 'থিউরি অব রিলেটিভিটি'-এর উদ্ভাবক- উত্তর : আলবার্ট আইনস্টাইন। প্রশ্ন : মৌলিক পদার্থ নয়- উত্তর : ফসফিন। প্রশ্ন : জিনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়- উত্তর : উঘঅ প্রশ্ন : সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রাণী- উত্তর : তেলাপোকা। প্রশ্ন : কোয়ান্টাম তত্ত্বের অপর নাম- উত্তর : ফোটন তত্ত্ব। প্রশ্ন : বায়ুর মাধ্যমে সংক্রামিত হয়- উত্তর : ইনফ্লুয়েঞ্জা। প্রশ্ন : কণা তত্ত্বের প্রবক্তা- উত্তর : আইজ্যাক নিউটন। প্রশ্ন : নিউটন আবিষ্কার করেন- উত্তর : চ্যাডউইক। প্রশ্ন : জৈব রসায়নের জনক- উত্তর : ফ্রেডরিক উহলার। প্রশ্ন : জটিল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়- উত্তর : দুটি উত্তাল লেন্স। প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো- উত্তর : বালি। প্রশ্ন : অ্যালুমেনিয়াম সালফেটকে চলিত বাংলায় বলে- উত্তর : ফিটকিরি।