বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নবম অধ্যায় ৮১. বাংলাদেশে সন্ত্রাসকে কী হিসেবে বিবেচনা করা হয়? (ক) একটি সামাজিক ব্যাধি (খ) একটি সামাজিক অসঙ্গতি (গ) একটি সামাজিক অবক্ষয় (ঘ) একটি সামাজিক বিচু্যতি সঠিক উত্তর : (ক) একটি সামাজিক ব্যাধি ৮২. একটি রাষ্ট্রের সংখ্যালঘুরা রাষ্ট্র কর্তৃক নানাভাবে নিপীড়নের শিকার হয়। এটি কোন ধরনের সন্ত্রাস? (ক) রাজনৈতিক সন্ত্রাস (খ) আদর্শভিত্তিক সন্ত্রাস (গ) রাষ্ট্রীয় সন্ত্রাস (ঘ) অপরাধী চক্র দ্বারা সংগঠিত সন্ত্রাস সঠিক উত্তর : (গ) রাষ্ট্রীয় সন্ত্রাস ৮৩. ধর্মীয় জঙ্গিবাদ কোন ধরনের সন্ত্রাস? (ক) রাজনৈতিক সন্ত্রাস (খ) আদর্শভিত্তিক সন্ত্রাস (গ) রাষ্ট্রীয় সন্ত্রাস (ঘ) অপরাধী চক্র দ্বারা সংগঠিত সন্ত্রাস সঠিক উত্তর : (খ) আদর্শভিত্তিক সন্ত্রাস ৮৪. পাহাড়ি অঞ্চলে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কোনটি? (ক) সন্ত্রাস (খ) সাম্প্রদায়িক দাঙ্গা (গ) চোরাচালান (ঘ) বন ও গুল্ম, ধ্বংস করা সঠিক উত্তর : (ঘ) বন ও গুল্ম, ধ্বংস করা ৮৫. সুবিধাবঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে- (র) সেবাবঞ্চিত এলাকাগুলোয় সেবার মান বাড়াতে হবে (রর) নতুন পেশা গ্রহণের মাধ্যমে সন্তান উৎপাদন থেকে বিরত রাখতে হবে (ররর) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৮৬ ও ৮৭নং প্রশ্নের উত্তর দাও : আরিফাদের আট ভাইবোনের সংসার এবং সিঁথিরা দুই ভাইবোন। আরিফাদের পরিবারে প্রায় খাবারের অভাব দেখা দেয় এবং সংসারে অভাব লেগে থাকে। আরিফার ভাইবোনরা লেখাপড়ার ভালো সুযোগ পায় না। পক্ষান্তরে সিঁথি ও তার ভাই লেখাপড়ার ভালো সুযোগ পাচ্ছে এবং তাদের সংসারে সর্বদা সচ্ছলতা বিরাজ করছে। ৮৬. আরিফাদের অবস্থা মূলত কোন সমস্যাকে চিহ্নিত করছে? (ক) জনসংখ্যা (খ) নিরক্ষরতা (গ) দরিদ্রতা (ঘ) সচেতনতার অভাব সঠিক উত্তর : (ক) জনসংখ্যা ৮৭. উক্ত সমস্যাটি সমাধানকল্পে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করা উচিত? (ক) উচ্চ জন্মহার রোধ (খ) জনসংখ্যার পুনর্বণ্টন (গ) জনসংখ্যা রপ্তানি (ঘ) আয় পুনর্বণ্টন সঠিক উত্তর : (ক) উচ্চ জন্মহার রোধ ৮৮. বাংলাদেশের মানুষ অনগ্রসরতার কারণ- (র) জনসংখ্যাধিক্য (রর) নিরক্ষরতা (ররর) বেকারত্ব নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৮৯. সিড ও সনদের মূল বৈশিষ্ট্য হলো- (র) নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল (রর) নারীর আইনগত অধিকার নিশ্চিত করে (ররর) নারীর প্রতি বৈষম্যের প্রতিবন্ধক নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৯০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির অন্তরায়- (র) মৃতু্যহার হ্রাস (রর) জনসংখ্যা সমস্যা (ররর) বাল্যবিয়ে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৯১. জনসংখ্যা সম্পদে পরিণত করতে হলে- (র) উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা (রর) কারিগরি শিক্ষার প্রসার ঘটানো (ররর) জনগণের সচেতনতা বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে