শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্মিলনী

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারসের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৩ ফেব্রম্নয়ারি দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম হাবিবুর রহমান। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, ডুয়েটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তুষার কে পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ডক্টর মো. নজরুল ইসলাম, টিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মো. শওকত ওসমান, টিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মো. আব্দুস সাহিদ, টিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারিয়াসহ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েট সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে