শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির বাংলা

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া য়
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মানবধর্ম

২৬। লালন শাহ কোন ধর্মে বিশ্বাসী?

(ক) হিন্দুধর্মে (খ) মুসলিম ধর্মে

(গ) বৌদ্ধধর্মে (ঘ) মানবধর্মে

উত্তর : (ঘ) মানবধর্মে

২৭। মানুষ কোন বিষয়টি গৌরবের বলে মনে করে?

(ক) কোটিপতি হওয়াকে (খ) জাতের মর্যাদাকে

(গ) নামে বড় হওয়াকে (ঘ) কাজে বড় হওয়াকে

উত্তর : (খ) জাতের মর্যাদাকে

২৮। যে কোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?

(ক) ধর্মপ্রধান (খ) নামপ্রধান

(গ) পদবিপ্রধান (ঘ) মনুষ্যপ্রধান

উত্তর : (ঘ) মনুষ্যপ্রধান

২৯। কবি এই কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন?

(ক) হিন্দুধম (খ) মুসলমান ধর্ম

(গ) মানবধর্ম (ঘ) লালনধর্ম

উত্তর : (গ) মানবধর্ম

৩০। যমুনার জলের অন্য প্রান্ত কোন নামে পরিচিত?

(ক) গঙ্গাজল

(খ) আসামের জল

(গ) পদ্মার জল (ঘ) মেঘনার জল

উত্তর : (ক) গঙ্গাজল

৩১। 'মানবধর্ম' কবিতায় লালন শাহ্‌ 'জল' শব্দটি কতবার ব্যবহার করেছেন?

(ক) ২ বার (খ) ৩ বার

(গ) ৪ বার (ঘ) ৫ বার

উত্তর : (খ) ৩ বার

৩২। 'মানবধর্ম' কবিতায় 'জেতের' শব্দটি কয়বার ব্যবহৃত করেছেন?

(ক) ২ বার

(খ) ৩ বার

(গ) ৪ বার

(ঘ) ৫ বার

উত্তর : (গ) ৪ বার

৩৩। লালন 'মানবধর্ম' কবিতায় নিজেকে কতবার প্রশ্ন করেছেন?

(ক) ১ বার (খ) ২ বার

(গ) ৩ বার (ঘ) ৪ বার

উত্তর : (খ) ২ বার

৩৪। 'মানবধর্ম' কবিতায় 'জাত' বলতে বোঝানো হয়েছে কোন বিষয়টিকে?

(ক) ধর্মভেদ (খ) ছোট-বড় ভেদ

(গ) ধনী-দরিদ্রভেদ (ঘ) ইহকাল পরকাল

উত্তর : (ক) ধর্মভেদ

৩৫। মালা ও তসবি কী অর্থে মানবধর্মে ব্যবহৃত হয়েছে?

(ক) উপাদান (খ) প্রতীক

(গ) যন্ত্র (ঘ) বস্তু

উত্তর : (খ) প্রতীক

৩৬। কবিতার প্রধান বাহন কী?

(ক) বক্তব্য (খ) ভাব

(গ) ভাষা (ঘ) মন্তব্য

উত্তর : (খ) ভাব

৩৭। 'মানবধর্ম' কবিতাটির চরণ সংখ্যা কত?

(ক) দশটি (খ) বারোটি

(গ) চৌদ্দটি (ঘ) পনেরটি

উত্তর : (গ) চৌদ্দটি

৩৮। 'সংসার' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?

(ক) সমাস (খ) সন্ধি

(গ) বচন (ঘ) কারক

উত্তর : (খ) সন্ধি

৩৯। কীসের মধ্য দিয়ে লালন শাহের দর্পণ প্রকাশ পেয়েছে?

(ক) নাটক (খ) কবিতা

(গ) গান (ঘ) উপন্যাস

উত্তর : (গ) গান

৪০। 'লালন কয় জেতের কী রূপ, দেখলাম না এ -' শূন্যস্থানে হবে-

(ক) অন্তরে (খ) নয়নে

(গ) নজরে (ঘ) বাজারে

উত্তর : (গ) নজরে

৪১। গর্তে গেলে কূপজল কয়।'- এখানে 'গর্ত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) নদী (খ) খাল

(গ) কুয়া (ঘ) গহ্বর

উত্তর : (গ) কুয়া

৪২। 'গৌরব' শব্দের অর্থ কী?

(ক) অহংকার (খ) গুণাগুণ

(গ) অবলম্বন (ঘ) বিশ্বাস

উত্তর : (ক) অহংকার

৪৩। 'বিকিয়েছে' শব্দের অর্থ কী?

(ক) হস্তান্তর করেছে (খ) বিক্রি করেছে

(গ) বিলিয়ে দিয়েছ (ঘ) কোনোটিই নয়

উত্তর : (খ) বিক্রি করেছে

৪৪। 'জগৎ-জেতের কথা', শূন্যস্থানে কোনটি বসবে?

(ক) কেড়ে (খ) বেড়ে

(গ) নেড়ে (ঘ) ছেড়ে

উত্তর : (খ) বেড়ে

৪৫। 'নজর' শব্দের অর্থ কী?

(ক) দৃষ্টি (খ) বদান্যতা

(গ) লক্ষ্য করা (ঘ) আকৃষ্ট হওয়া

উত্তর : (ক) দৃষ্টি

৪৬। সমাজে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত বলে তুমি মনে করো?

(ক) সামাজিক পরিচয়

(খ) পেশাগত পরিচয়

(গ) মানুষ হিসেবে পরিচয়

(ঘ) ধর্মীয় পরিচয়

উত্তর : (গ) মানুষ হিসেবে পরিচয়

৪৭। লালন শাহ গুরুত্বপূর্ণ মনে করেন-

(ক) মানবধর্মকে (খ) জাতকে

(গ) ধর্মকে (ঘ) সম্প্রদায়কে

উত্তর : (ক) মানবধর্মকে

৪৮। নিচের কোন শব্দের গঠনে 'সম' উপসর্গের পরিচয় পাওয়া যায়?

(ক) গৌরব (খ) সংসার

(গ) কূপজল (ঘ) গঙ্গাজল

উত্তর : (খ) সংসার

৪৯। লালন শাহর গানের বৈশিষ্ট্য হচ্ছে-

(র) মানবতাবাদ

(রর) অধ্যাত্মবাদ

(ররর) মরমি রসব্যঞ্জনা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও রর

৫০। লালন শাহর প্রচারিত মানবদর্শন গড়ে উঠেছিল?

(র) জ্ঞানের মাধ্যমে

(রর) অভিজ্ঞতার মাধ্যমে

(ররর) উপলব্ধির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে