এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ফ্রিল্যান্সিং কোনটি নিভর্র?

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ১০৫। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে? ক. ইন্টারনেট খ. ফ্রিল্যান্সিং গ. মোবাইল ঘ কম্পিউটার সঠিক উত্তর : খ. ফ্রিল্যান্সিং ১০৬। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়? ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার গ. আরপানেট ঘ. ফ্রিল্যান্সার সঠিক উত্তর : ঘ. ফ্রিল্যান্সার ১০৭। ফ্রিল্যান্সিং কোনটি নিভর্র? ক. ব্যক্তি খ. অনলাইন গ. পেশা ঘ. বায়ার সঠিক উত্তর : খ. অনলাইন ১০৮। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে? ক. ফ্রিল্যান্সিং খ. কল সেন্টারের চাকরি গ. শিক্ষা প্রদান ঘ. হাডর্ওয়্যার ইঞ্জিনিয়ারিং সঠিক উত্তর : ক. ফ্রিল্যান্সিং ১০৯। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোনটির প্রয়োজন হয়? ক. অথের্র খ. ধৈযের্র গ. শিক্ষাগত যোগ্যতা ঘ. বয়স সঠিক উত্তর : খ. ধৈযের্র ১১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছরের মধ্যে কত গুণ হবে বলে মনে করা হচ্ছে? ক. দ্বিগুণ খ. তিনগুণ গ. পঁাচগুণ ঘ. দশগুণ সঠিক উত্তর : ক. দ্বিগুণ ১১১। ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলোÑ র. একে শ্রেণিকরণ করা যায় রর. একে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা যায় ররর. এর মাধ্যমে ইন্টারনেটে শিক্ষা প্রদান করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১১২। ভিডিও ও অ্যানিমেশন কনটেন্টের অন্তভুর্ক্তÑ র. ভিডিও স্ট্রিমিং রর. অ্যানিমেটেড ছবি ররর. ইউটিউব ভিডিও নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ১১৩। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণÑ র. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা রর. ভিডিও শেয়ারিং সাইট থাকা ররর. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর