এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ১০. ডর-ঋর-এর ক্ষেত্রে- র. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয় রর. কেবেলর প্রয়োজন নেই ররর. কভারেজ এরিয়া হচ্ছে ৩২ থেকে ৯৫ মিটার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ১১. ভয়েস ব্যান্ডের গতি কত? ক. ৪৫-৩০০ নঢ়ং খ. ৯৬০০ নঢ়ং গ. ১ গনঢ়ং ঘ. ৯৬০০ কনঢ়ং সঠিক উত্তর: ক. ৪৫-৩০০ নঢ়ং ১২. হাব বা সুইচ ব্যবহৃত নেটওয়াকর্ টপোলজি কোনটি? ক. রিং খ. ট্রি গ. মেস ঘ. বাস সঠিক উত্তর: খ. ট্রি নিচের উদ্দীপকের আলোকে ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ঢাকার একটি কলেজের অধ্যক্ষ হাসান সাহেব তার অফিসে পঁাচটি কম্পিউটার ও একটি প্রিন্টার সংযোগের মাধ্যমে একটি নেটওয়াকর্ গড়ে তুললেন। কিছুদিন পর তিনি নেটওয়াকের্র ব্যাকবোনের সঙ্গে স্ক্যানার যুক্ত করলেন। নেটওয়াকের্র একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও ওই নেটওয়াকের্ কোনো সমস্যা সৃষ্টি হয়নি। অধ্যক্ষ মহোদয় ২০০ ফুট দূরবতীর্ আরেকটি নেটওয়াকর্ গড়ে তুলে তার অফিসের নেটওয়াকের্র সঙ্গে যুক্ত করতে চাইলেন; যাতে ছাত্রছাত্রীর কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায়। সে জন্য তিনি কিছু প্রয়োজনীয় ডিভাইস ক্রয় করলেন। ১৩. অধ্যক্ষ হাসান সাহেবের অফিস নেটওয়াকির্ট কোন টপোলজির অন্তভুর্ক্ত? ক. মেস খ. স্টার গ. রিং ঘ. বাস সঠিক উত্তর: ঘ. বাস ১৪. ডর-ঋর ল্যাব কক্ষে নেটওয়াকর্ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ডিভাইস হচ্ছে- র. সুইচ রর. রিপিটার ররর. ব্রিজ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১৫. কোন প্রজন্মের মোবাইল ফোনে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুথর্ সঠিক উত্তর: গ. তৃতীয় ১৬. তারবিহীন নেটওয়াকর্ সংযোগের জন্য প্রয়োজন- র. রেডিও ওয়েব রর. বেস স্টেশন ররর. অ্যানটেন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১৭. কোন পদ্ধতিতে ডেটা বক আকারে স্থানান্তরিত হয়? ক. সিনক্রোনাস খ. অ্যাসিনক্রোনাস গ. ভয়েব ব্যান্ড ঘ. ব্রডব্যান্ড সঠিক উত্তর: ক. সিনক্রোনাস