বাকৃবিতে পিঠা উৎসব

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে ‘পিঠা উৎসব-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) ডরমেটরিতে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে পাটিসাপটা, পুলিপিঠা, কেক পিঠা, ঝাল পিঠাসহ ১১ ধরনের পিঠা পরিবেশন করা হয়। পিঠা উৎসবে রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মো. আদনান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এ ছাড়াও উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর ড. তানভীর রহমান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস, জিটিআই পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, জিটিআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পিঠা উৎসবের চেয়ারম্যান রোটার‌্যাক্টর ফারহানা ইয়াসমীন। এ সময় রোটার‌্যাক্ট ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।