শাবিপ্রবিতে নবীনবরণ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবষের্র ‘বি’ ইউনিটের অধিভুক্ত শিক্ষাথীের্দর নবীনবরণ অনুষ্ঠান ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ২০১৮-১৯ শিক্ষাবষের্র ভতির্ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, ২০১৮-১৯ শিক্ষাবষের্র সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক আহমেদ কবির, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, স্কুল অব এপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন ড. মো. বেলাল হোসেন এবং রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এ সময় তানভীর আহমেদ এবং জুবায়দা গুলশান আরার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নবীন শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন।