নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
নবম অধ্যায় ৯২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে গ্রহণ করা যেতে পারে- (র) কৃষি ও শিল্পের উন্নয়ন সাধন (রর) উন্নত বাজার সৃষ্টি (ররর) বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৯৩. পরিবেশগত দুর্যোগের যথাযথ কারণ- (র) জনসংখ্যা (রর) মানবসৃষ্ট কার্যাবলি (ররর) বৃক্ষ নিধন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :(ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৯৪ ও ৯৫নং প্রশ্নের উত্তর দাও : মানিক একজন অশিক্ষিত শ্রমিক। পরিবার পরিকল্পনা গ্রহণে তার অনীহা। তার পরিবারের সদস্য সংখ্যা দশ জন। সন্তান নেওয়ার ক্ষেত্রে তিনি মনে করেন মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তার বড় ছেলে পড়াশোনা শেষ না করেই একটি মৎস্য খামার স্থাপন করে। ৯৪. মানিকের অধিক সন্তান নেওয়ার মূলে কোনটি কাজ করেছে? (ক) অসচেতনতা (খ) অসচ্ছলতা (গ) শিক্ষার অভাব (ঘ) কুসংস্কার সঠিক উত্তর : (গ) শিক্ষার অভাব ৯৫. তার বড় ছেলের প্রচেষ্টার ফলে সমাজে- (র) কর্মসংস্থান সৃষ্টি হবে (রর) বেকারত্ব হ্রাস পাবে (ররর) সামাজিক স্থিতিশীলতা বাড়বে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৯৬. বাংলাদেশে উষ্ণ জলবায়ুর প্রভাবে এখানকার ছেলেমেয়েরা- (র) অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হয় (রর) উগ্র স্বভাবের অধিকারী হয় (ররর) কম বয়সেই সন্তানধারণ ক্ষমতার অধিকারী হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৯৭. নিরক্ষর ব্যক্তি সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো- (র) যার কোনো অক্ষর জ্ঞান নেই (রর) যে নিজের নাম লিখতে পারে না (ররর) যে তথ্যপ্রযুক্তি ব্যবহারে অক্ষম নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর: (ক) র ও রর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৯৮-১০০নং প্রশ্নের উত্তর দাও : \হজনাব করিম ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। তিনি ছোটবেলায় ঢাকা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর দেখেছেন। কিন্তু বর্তমানে যানজট, খাদ্য সমস্যা, অপুষ্টি, চিকিৎসার অভাব, পরিবেশ দূষণ ইত্যাদি সমস্যা প্রতিনিয়ত লক্ষ্য করেন। তবে তিনি মনে করেন এসব সমস্যার মূলে যে সমস্যা আছে তাকে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব। ৯৮. অনুচ্ছেদে জনাব করিম যেসব সমস্যা লক্ষ্য করেন তার পিছনে মূল কারণ কী? (ক) দুর্নীতি (খ) জনসংখ্যা সমস্যা (গ) শ্রেণি শোষণ (ঘ) রাজনৈতিক অস্থিরতা সঠিক উত্তর : (খ) জনসংখ্যা সমস্যা ৯৯. উক্ত সমস্যার ফলাফল হলো- (র) আবাদি জমি কমে যাওয়া (রর) খাল-বিল ভরাট হওয়া (ররর) বেকারত্ব হ্রাস নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১০০. অনুচ্ছেদে বর্ণিত সমস্যা কীভাবে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব? (ক) বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে (খ) জনসংখ্যা নীতি প্রণয়নের মাধ্যমে (গ) জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে (ঘ) সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সঠিক উত্তর :(ক) বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়