জানার আছে অনেক কিছু

বিষয় : সাধারণ জ্ঞান

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
প্রশ্ন : হাসান আজিজুল হক রচয়িত উপন্যাস- উত্তর : আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান ও শামুক প্রশ্ন : ২৪ অক্টোবর ২০২১ উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর : ১,৪৭০ মিটার প্রশ্ন : বাংলাদেশের কোন মাদ্রাসায় মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে? উত্তর : রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা প্রশ্ন : বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? উত্তর : ২৪। প্রশ্ন : প্রবাসী আয়ে শীর্ষ দেশ- উত্তর : ভারত প্রশ্ন : প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : সপ্তম প্রশ্ন : ২০২১ সালে প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? উত্তর : গড়ঞওঠ ঈৎবধঃরড়হং খরসরঃবফ প্রশ্ন : ২০২১ সালে যুক্তরাজ্যের সন পদক লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর : মেরিনা তাবাসুম প্রশ্ন : ২০২১ সালের ডওঞঝঅ ঊসরহবহঃ চবৎংড়হং অধিৎফ লাভ করেন কে? উত্তর : শেখ হাসিনা। প্রশ্ন :২০২১ সালের অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর : সজীব ওয়াজেদ জয় প্রশ্ন : দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে? উত্তর : তারিকুজ্জামান মুনির প্রশ্ন : এ২এ-এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? উত্তর : ভারত, চীন ও জাপান প্রশ্ন : দেশের প্রথম টানেলের নাম কী? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রশ্ন : দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে উত্তর : কর্ণফুলী