রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস শুরু

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ক্লাস ১ ফেব্রম্নয়ারি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্ব স্ব শ্রেণিকক্ষে প্রথমবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন স্ব স্ব বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. শাহ আজম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে নতুন ছাত্রছাত্রীদের আগমন এ অঞ্চলকে অত্যন্ত আনন্দমুখর ও প্রাণচঞ্চল করে তুলেছে। প্রতিটা প্রতিষ্ঠানেরই সবচেয়ে বড় আনন্দের দিন যখন সেখানে নতুন অতিথির আগমন ঘটে এবং নতুন অতিথিকে স্বাগত জানানো সেই প্রতিষ্ঠানের একটি উৎসব আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উৎসব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার পথপরিক্রমায় আনন্দে-ছন্দে ও সাংস্কৃতিক ঐতিহ্যে মহিমান্বিত এবং এ ধারায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনেকটাই সমৃদ্ধ।