নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
নবম অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৪ ও ১১৫নং প্রশ্নের উত্তর দাও : সম্প্রতি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ধারাবাহিক 'তালাশ' দেখার সময় মহসীনের মনে হলো দেশে সন্ত্রাসবিরোধী বিভিন্ন আইন ও পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও নানা ধরনের অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম চলছে। সে মনে করে এগুলোর পাশাপাশি সার্বজনীন শিক্ষা ও মূল্যবোধের জাগরণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক কঠোরতারও প্রয়োজন আছে। নাগরিক হিসেবে সন্ত্রাস প্রতিরোধে আমাদেরও অনেক করণীয় আছে। ১১৪. অনুচ্ছেদে উলিস্নখিত সন্ত্রাসবিরোধী ব্যবস্থাগুলোর মধ্যে কোনটির মাধ্যমে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হয়? \হ(ক) প্রশাসনিক কঠোরতা (খ) পুলিশ প্রশাসন (গ) জনসচেতনতা (ঘ) সন্ত্রাসবিরোধী আইন সঠিক উত্তর : (ঘ) সন্ত্রাসবিরোধী আইন ১১৫. সন্ত্রাস প্রতিরোধে নাগরিক হিসেবে মহসীনের করণীয় হলো- (র) টিভিতে ক্রাইম বিষয়ক অনুষ্ঠান দেখা (রর) সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে সচেতন হওয়া (ররর) সন্ত্রাসী তৎপরতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :(খ) রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ১১৬ ও ১১৭নং প্রশ্নের উত্তর দাও : পিন্টু দশ বছরের এক পথশিশু। তার তিনবেলা খাবার জোটে না। সে কাগজ কুড়ায় এবং তা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিনতে পারে না। যে কারণে পিন্টু দুর্বল, মেধাহীন। ১১৬. অনুচ্ছেদে পথশিশু পিন্টু কোন সমস্যায় ভুগছে? (ক) নিরক্ষরতা (খ) স্নেহহীনতা (গ) দুর্বলতা (ঘ) খাদ্য নিরাপত্তাহীনতা সঠিক উত্তর : (ঘ) খাদ্য নিরাপত্তাহীনতা ১১৭. পিন্টুর উক্ত সমস্যায় ভোগার কারণ- (র) কম আয় (রর) দেশে কম খাদ্য উৎপাদন (ররর) পুষ্টির অভাব নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :(ঘ) র, রর ও ররর ১১৮. পিন্টুর উক্ত সমস্যা সমাধানে সরকারের করণীয়- (র) সামাজিক নিরাপত্তা প্রদান কর্মসূচি (রর) সঠিক খাদ্যনীতি গ্রহণ (ররর) খাদ্য রপ্তানি বৃদ্ধি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :(ক) র ও রর ১১৯. বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যে সব সমস্যায় জর্জরিত- (র) বিশুদ্ধ পানির সংকট (রর) খাদ্য নিরাপত্তাহীনতা (ররর) দারিদ্র্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ১২০. জন্ম থেকে মৃতু্য পর্যন্ত মানুষ অবস্থান করে- (র) রাষ্ট্রে (রর) সমাজে (ররর) পরিবারে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর দশম অধ্যায় ১. লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে? (ক) ১৯৪৫ সালের ২৩ মার্চ (খ) ১৯৪২ সালের ২৩ মার্চ (গ) ১৯৪১ সালের ২৩ মার্চ (ঘ) ১৯৪০ সালের ২৩ মার্চ সঠিক উত্তর : (ঘ) ১৯৪০ সালের ২৩ মার্চ ২. লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? (ক) মোহাম্মদ আলী জিন্নাহ (খ) এ কে ফজলুল হক (গ) মওলানা ভাসানী (ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী সঠিক উত্তর : (খ) এ কে ফজলুল হক ৩. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? (ক) ১৯০৯ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯০৬ সালে (ঘ) ১৯০৫ সালে সঠিক উত্তর : (গ) ১৯০৬ সালে ৪. জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের কত শতাংশ লোক পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ)? (ক) ৫৬ ভাগ (খ) ৫৫ ভাগ (গ) ৫৪ ভাগ (ঘ) ৫৩ ভাগ সঠিক উত্তর : (ক) ৫৬ ভাগ ৫. কত সালের শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়? (ক) ১৯৪৯ (খ) ১৯৪৮ (গ) ১৯৪৭ (ঘ) ১৯৪৬ সঠিক উত্তর :(গ) ১৯৪৭ ৬. উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রথম দাবি করেন কে? (ক) ধীরেন্দ্রনাথ দত্ত (খ) শেখ মুজিবুর রহমান (গ) ফজলুল হক (ঘ) মণি সিং সঠিক উত্তর : (ক) ধীরেন্দ্রনাথ দত্ত ৭. পাকিস্তানের কতভাগ মানুষের ভাষা ছিল বাংলা? (ক) ৫৬ ভাগ (খ) ৫৫ ভাগ (গ) ৫৪ ভাগ (ঘ) ৫৩ ভাগ সঠিক উত্তর : (ক) ৫৬ ভাগ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়