নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
নবম অধ্যায় ৬৭. ১৯৭০ সালে ঐতিহাসিক নির্বাচনে একটি ব্যতিক্রমী বিষয় পরিলক্ষিত হয়েছে। বিষয়টি কী? (ক) রাজনৈতিক কর্মকান্ডের পথ প্রশস্তকরণ (খ) আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া (গ) নির্বাচনে বিজয়ী দলের ক্ষমতা পাওয়া (ঘ) নির্বাচনে বিজয়ী কোনো দলই সর্ব পাকিস্তানভিত্তিক দল ছিল না সঠিক উত্তর : (ঘ) নির্বাচনে বিজয়ী কোনো দলই সর্ব পাকিস্তানভিত্তিক দল ছিল না ৬৮. ১৯৭০ সালে জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনে মোট কতটি আসন ছিল? (ক) ৩১৩টি (খ) ৩১০টি (গ) ৩০৫টি (ঘ) ৩০০টি সঠিক উত্তর : (ক) ৩১৩টি ৬৯. ১৯৭০ সালে জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনে পশ্চিম পাকিস্তানের জন্য কতটি আসন বরাদ্দ ছিল? (ক) ১৪০টি (খ) ১৩৮টি (গ) ১৩৬টি (ঘ) ১৩৪টি সঠিক উত্তর : (খ) ১৩৮টি ৭০. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে? (ক) ২২৩টি (খ) ২২০টি (গ) ২১৭টি (ঘ) ২১৪টি সঠিক উত্তর : (ক) ২২৩টি ৭১. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসনে জয়লাভ করে? (ক) ২০টি (খ) ১৫টি (গ) ১০টি (ঘ) ৯টি সঠিক উত্তর : (ঘ) ৯টি ৭২. ১৯৫৬ সালের সংবিধান বাতিল করা হয় কখন? (ক) ১৯৫৮ সালের ৮ অক্টোবর (খ) ১৯৫৮ সালের ১৮ অক্টোবর (গ) ১৯৫৭ সালের ৮ অক্টোবর (ঘ) ১৯৫৮ সালের ৮ সেপ্টেম্বর সঠিক উত্তর : (ক) ১৯৫৮ সালের ৮ অক্টোবর ৭৩. মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন কে? (ক) ইয়াহিয়া খান (খ) আইয়ুব খান (গ) টিক্কা খান (ঘ) সরফরাজ আলী সঠিক উত্তর : (খ) আইয়ুব খান ৭৪. যুক্তফ্রন্ট গঠিত হয় কখন? (ক) ১৯৫৪ সালের জানুয়ারিতে (খ) ১৯৫৩ সালের নভেম্বরে (গ) ১৯৫৩ সালের ডিসেম্বরে (ঘ) ১৯৫২ সালের এপ্রিলে সঠিক উত্তর : (খ) ১৯৫৩ সালের নভেম্বরে ৭৫. জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রম্নয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? (ক) ইউএ (খ) ইউএনডিপি (গ) ইউনিসেফ (ঘ) ইউনেস্কো সঠিক উত্তর : (ঘ) ইউনেস্কো ৭৬. বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী? (ক) রেসকোর্স ময়দান (খ) রমনা পার্ক (গ) ভিক্টোরিয়া পার্ক (ঘ) ভলদা গার্ডেন সঠিক উত্তর : (ক) রেসকোর্স ময়দান ৭৭. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? (ক) ১৯৪৯ সালে (খ) ১৯৪৮ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৬ সালে সঠিক উত্তর : (গ) ১৯৪৭ সালে ৭৮. মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে ছাত্র নেতাদের কয় দফা চুক্তি স্বাক্ষরিত হয়? (ক) ৮ দফা (খ) ৭ দফা (গ) ৬ দফা (ঘ) ৫ দফা সঠিক উত্তর : (ক) ৮ দফা ৭৯. মৌলিক গণতন্ত্রে কত হাজার ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমন্ডলী গঠিত হয়? (ক) ৯০ হাজার (খ) ৮৫ হাজার (গ) ৮০ হাজার (ঘ) ৭৫ হাজার সঠিক উত্তর : (গ) ৮০ হাজার ৮০. ১৯৬২-এর ' শরিফ শিক্ষা কমিশনকে' এ দেশের ছাত্রসমাজ- (ক) প্রত্যাখ্যান করে (খ) গ্রহণ করে (গ) সহযোগিতা করে (ঘ) সরকারকে অভিনন্দন জানায় সঠিক উত্তর : (ক) প্রত্যাখ্যান করে ৮১. আইয়ুব খান টানা কয় মাস সামরিক আইন দ্বারা পাকিস্তান পরিচালনা করেন? (ক) ৫০ মাস (খ) ৪৮ মাস (গ) ৪৬ মাস (ঘ) ৪৪ মাস সঠিক উত্তর : (ঘ) ৪৪ মাস ৮২. কখন জেনারেল আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে? (ক) ১৯৬৯ সালের ২৮ ফেব্রম্নয়ারি (খ) ১৯৬৯ সালের ২৫ মার্চ (গ) ১৯৬৮ সালের ২৫ জানুয়ারি (ঘ) ১৯৬৮ সালের ২৫ মার্চ সঠিক উত্তর : (খ) ১৯৬৯ সালের ২৫ মার্চ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়