এসএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যবসায় পরিচিতি

মুক্তা সংগ্রহ কোন শিল্পের অন্তগর্ত?

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় পরিচিতি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ১। ব্যবসায় কী বিদ্যমান? (ক) নিশ্চিত সফলতা (খ) নিশ্চিত ব্যথর্তা (গ) ঝুঁকি (ঘ) কম মুনাফা সঠিক উত্তর : (গ) ঝুঁকি ২। দ্রব্য বিনিময় কোন যুগের ব্যবসায়ের ধারা? (ক) প্রাচীন যুগের (খ) মধ্য যুগের (গ) আধুনিক যুগের (ঘ) শিল্প বিপ্লবের যুগের সঠিক উত্তর : (ক) প্রাচীন যুগের ৩। সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ কোন শিল্পের অন্তগর্ত? (ক) উৎপাদন (খ) সেবা (গ) প্রজনন (ঘ) নিষ্কাশন সঠিক উত্তর : (ঘ) নিষ্কাশন ৪। কিসের জন্য ব্যবসায় অন্য পেশা হতে আলাদা? (ক) বৈশিষ্ট্যের জন্য (খ) কাযার্বলির জন্য (গ) আওতার জন্য (ঘ) অধিক পুঁজির জন্য সঠিক উত্তর: (ক) বৈশিষ্ট্যের জন্য ৫। মি. সিমন বড়–য়া খাগড়াছড়ির পাহাড়িয়া এলাকার স্বল্প পুঁজি নিয়ে আনারস ও কলা চাষ করে ব্যাপকভাবে সফলতা পান। মি. সিমন বড়–য়ার ব্যবসায়ে সফলতার কারণ কী? (ক) ভ‚মি (খ) নদনদী (গ) ঐতিহ্য (ঘ) পুঁজি সঠিক উত্তর: (ক) ভ‚মি ৬। দেশের আথর্ সামাজিক উন্নয়নে ভ‚মিকা রাখে কোনটি? (ক) ব্যবসা-বাণিজ্য (খ) সমাজ ব্যবস্থা (গ) পরিবহন (ঘ) সভ্যতা সঠিক উত্তর: (ক) ব্যবসা-বাণিজ্য ৭। ব্যবসায়ে পণ্যের চাহিদা বৃদ্ধি পায় কখন? (ক) অধিক পণ্য উৎপাদন করলে (খ) পণ্যের মূল্য ছাড় পেলে (গ) পণ্যের বাজার বৃদ্ধি পেলে (ঘ) বিনামূল্যে পণ্য বিপণনে সঠিক উত্তর: (খ) পণ্যের মূল্য ছাড় পেলে