জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? উত্তর: ২৮টি। প্রশ্ন: যে ওষুধ রক্ত জমাট বঁাধতে দেয় না উত্তর: হেপারিন। প্রশ্ন: মানুষের লিঙ্গ নিণর্য়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি? উত্তর: ১ জোড়া। প্রশ্ন: আকাশ নীল দেখায় কেন? উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। প্রশ্ন: রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? উত্তর: লেন্সের। প্রশ্ন: পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী? উত্তর: কেরোসিন পানির চেয়ে হালকা বলে। প্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী? উত্তর: আলোর পূণর্ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। প্রশ্ন: ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’Ñ এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কতার্? উত্তর: ব্যতিহার কতার্। প্রশ্ন: কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই? উত্তর: লোপ চিহ্ন। প্রশ্ন: ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসগির্ট কোন ভাষা থেকে এসেছে? উত্তর: ফারসি।