বাকৃবিতে ১১ জন শিক্ষককে সম্মাননা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুদিনব্যাপী গবেষণা অগ্রগতি বিষয়ক কমর্শালায় বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে ‘গেøাবাল রিসাচর্ ইম্প্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়াডর্’ দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসাচর্ সিস্টেম (বাউরেস)। শিক্ষকদের গবেষণা কমর্ ও এইচ-ইনডেক্স মানের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও কৃষিজ পণ্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামার পযাের্য়র ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০১৯’ দেয়া হয়। ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে দুই দিনব্যাপী এ কমর্শালার আয়োজন করে বাউরেস। ১৯৮৪ সাল থেকে এখন পযর্ন্ত প্রায় ২৩৪৯টি গবেষণা প্রকল্পের কাজ সমাপ্ত করেছে বাউরেস। বতর্মানে ৫৩৬টি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৪০০টি গবেষণা প্রকল্পের ফলাফল ওই কমর্শালায় প্রকাশ করা হবে। গবেষণা কমর্শালার উদ্বোধনী অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাংলাদেশের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অরগানাইজেশনের (এফএও) প্রতিনিধি রবাটর্ ডগলাস সিম্পসন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) নিবার্হী পরিচালক ড. ওয়ায়েস কবীর।