এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও। জয়িতা নিজ এলাকার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলল। ব্যাংকের কাউন্টার ছাড়াও দেশের যেকোনো স্থানে অবস্থিত ব্যাংকটির অঞগ বুথ থেকে সে টাকা উত্তোলন করতে পারে। ১৭. উদ্দীপকে বণির্ত ব্যাংকটিতে ব্যবহৃত নেটওয়ার্ক হচ্ছে- ক. খঅঘ খ. গঅঘ গ. ডঅঘ ঘ. চঅঘ সঠিক উত্তর: খ. গঅঘ ১৮. উদ্দীপকের ব্যাংকটিতে বিদ্যমান ব্যবস্থায়- র. সেবার মান বৃদ্ধি পাবে রর. আন্তঃব্যাংকের সম্পকর্ মজবুত হবে ররর. তথ্য ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ১৯. ডেটা অ্যামপ্লিফাই করে সামনের দিকে প্রেরণ করে কোন ডিভাইসটি? ক. হাব খ. গেটওয়ে গ. রাউটার ঘ. রিপিটার সঠিক উত্তর: ঘ. রিপিটার ২০. রাউটারের কাজ হচ্ছে- র. নেটওয়াকর্ সম্প্রসারণ করা রর. একাধিক প্রোটোকলের নেটওয়াকর্ সংযুক্ত করা ররর. দুটি ভিন্ন নেটওয়াকের্র মধ্যে সংযোগ ঘটানো নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. র ও ররর ২১. কোন ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টর বাই ক্যারেক্টর ডেটা ট্রান্সমিট হয়? ক. সিনক্রোনাস খ. অ্যাসিনক্রোনাস গ. ব্রডকাস্ট ঘ. ইউনিকাস্ট সঠিক উত্তর: খ. অ্যাসিনক্রোনাস