এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ব্যবসায় পরিচিতি

ব্যবসায়ের জীবনী শক্তিÑ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় পরিচিতি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ১২। কোনগুলো ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান? (ক) ভ‚মি ও প্রাকৃতিক সম্পদ (খ) সরকার ও সাবের্ভৗমত্ব (গ) শিক্ষা ও সংস্কৃতি (ঘ) অথর্ ও ঋণ ব্যবস্থা সঠিক উত্তর : (গ) শিক্ষা ও সংস্কৃতি ১৩। পণ্য উৎপাদনের মূখ্য উদ্দেশ্য কোনটি? (ক) ভোগ করা (খ) সঞ্চয় করা (গ) সংরক্ষণ করা (ঘ) বিক্রয় করা সঠিক উত্তর : (ক) ভোগ করা ১৪। কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান? (ক) কারিগরি দক্ষতা (খ) ভ‚মি (গ) আন্তজাির্তক সম্পকর্ (ঘ) জলবায়ু সঠিক উত্তর : (গ) আন্তজাির্তক সম্পকর্ ১৫। মানুষের অভাব মোচনের উপকরণ ও সেবা কাযাির্দর সরবরাহকে কেন্দ্র করে কিসের সূচনা হয়? (ক) সভ্যতার (খ) বাণিজ্যের (গ) ব্যবসায়ের (ঘ) কৃষিকাজের সঠিক উত্তর : (গ) ব্যবসায়ের ১৬। কাগজি মুদ্রার প্রচলন হয় কখন? (ক) প্রাচীন যুগে (খ) মধ্য যুগে (গ) আধুনিক যুগে (ঘ) সাম্প্রতিককালে সঠিক উত্তর: (খ) মধ্য যুগে ১৭। নিচের কোনটি বাণিজ্যের আওতাভুক্ত? (ক) অডিট ফামর্ (খ) প্রজনন শিল্প (গ) ব্যাংকিং (ঘ) নিষ্কাশন শিল্প সঠিক উত্তর: (গ) ব্যাংকিং ১৮। শিল্পকে কী হিসেবে বিবেচনা করা হত? (ক) উৎপাদনের মাধ্যম (খ) ব্যবসায়ের মাধ্যম (গ) উৎপাদনের বাহন (ঘ) ব্যবসায়ের বাহন সঠিক উত্তর: (গ) উৎপাদনের বাহন ১৯। প্রত্যক্ষ সেবা ধমীর্ ব্যবসায় কোনটি? (ক) বাইয়ের দোকান (খ) মুদি দোকান (গ) লন্ড্রি (ঘ) মাছ-মাংসের দোকান সঠিক উত্তর: (গ) লন্ড্রি ২০। সামাজিক মূল্যবোধ কোন পরিবেশের অন্তভুর্ক্ত? (ক) অথৈর্নতিক (খ) প্রাকৃতিক (গ) রাজনৈতিক (ঘ) সাংস্কৃতিক সঠিক উত্তর : (ঘ) সাংস্কৃতিক ২১। ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় কোনটিকে? (ক) মূলধন (খ) মুনাফা (গ) ক্রেতা (ঘ) পণ্যদ্রব্য সঠিক উত্তর : (ক) মূলধন ২২। জনাব সানোয়ারের একটি হঁাসের খামার আছে। হঁাসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব সানোয়ার কোন শিল্পের সঙ্গে জড়িত? (ক) উৎপাদন শিল্প (খ) সম্পদ উত্তোলন শিল্প (গ) প্রজনন শিল্প (ঘ) নিমার্ণ শিল্প সঠিক উত্তর : (গ) প্রজনন শিল্প ২৩। বাণিজ্যের জন্য পশ্চিমবঙ্গের কোন স্থানটি বিখ্যাত ছিল? (ক) সোনারগঁা (খ) ক্ষুদ্রগ্রাম (গ) মাঝারি বন্দর (ঘ) সপ্তগ্রাম সঠিক উত্তর : (ঘ) সপ্তগ্রাম ২৪। ক্রয়-বিক্রয়ের কাজ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়- র. প্রাচীন যুগে রর. মধ্য যুগে ররর. আধুনিক যুগে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর