জা না র আ ছে অ নে ক কি ছু

বাংলাদেশ বিমানের প্রতীক

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

শক্ষিা জগৎ ডস্কে য়
প্রশ্ন: যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে? উত্তর: কৃতদার। প্রশ্ন: ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট? উত্তর: গুরুচÐালী। প্রশ্ন: ‘না, আমি যাব না’Ñ এখানে ‘না’ কোন ধরনের অব্যয়? উত্তর: অনন্বয়ী অব্যয়। প্রশ্ন: ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত। প্রশ্ন: নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন? উত্তর: কাÐারী হুঁশিয়ার। প্রশ্ন: রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? উত্তর: গোরা। প্রশ্ন: ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে? উত্তর: শ্রীধর কথক। প্রশ্ন: ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী? উত্তর: আঙুর। প্রশ্ন: ‘শম’ শব্দের অথর্ কী? উত্তর: শাস্তি। প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী? উত্তর: বলাকা।