খুবিতে অ্যাওয়াডর্ প্রদান

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং বাজার্র পেইন্টস বাংলাদেশ লিমিটেড আকিের্টকচার ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষাথীের্দর আকর্-কেইউ বাজার্র অ্যাওয়াডর্ দেয়া হয়েছে। ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের আকিের্টকচার ডিসিপ্লিনের প্রফেসর শেখ সিরাজুল ইসলাম হাকিম। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাজার্র পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী উপস্থিত ছাত্রছাত্রীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাজার্র পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মাকেির্টং মহসিন হাবিব চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাইন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলোজি বিভাগের ডিন প্রফেসর ডক্টর উত্তম কুমার মজুমদার, আকিের্টকচার বিভাগের প্রধান ডক্টর খান মাহফুজ-উদ-দারিন, স্টুডেন্ট অ্যাফেয়াসের্র ডিরেক্টর শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজার্র পেইন্টসের ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊধ্বর্তন কমর্কতার্রা এবং বিশিষ্ট আকিের্টক্টরা। বিজয়ীরা এই অনুষ্ঠানে তাদের মেধার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সাটিির্ফকেট এবং প্রাইজ মানি গ্রহণ করেন। পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।