ড্যাফোডিলে উইন্টার ক্যাম্প সমাপ্ত

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ৩৫ শিক্ষাথীর্ ও ৪ শিক্ষকের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সপ্তাহব্যাপী ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯’ শেষ হয়েছে। ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম এবং সিয়াস ইউনিভাসিির্টর হুয়ানিউ রেসিডেনন্সিয়াল কলেজের ডিন প্রফেসর ইয়াং জিয়াকিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তজাির্তক) ড. মো. ফখরে হোসেন। গত ১৫ জানুয়ারি থেকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্প শুরু হয়।